মডিউল আলাপ:Infobox

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "হালনাগাদ" অনুচ্ছেদে

হালনাগাদ সম্পাদনা

@NahidSultan এবং আফতাবুজ্জামান: মডিউল:Infobox/খেলাঘর থেকে উপাত্ত মূল মডিউলে প্রতিস্তাপন করে দিয়েন। ধন্যবাদ! জনি (আলাপ) ২১:০৪, ১০ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@ZI Jony: ধন্যবাদ ভাই, তবে এই মডিউলের কোড ইংরেজি উইকি থেকে আনা। আমার কোন ধারনাই নেই ওখানে span যুক্ত করা উচিত হবে কিনা কিংবা কি প্রভাব ফেলবে তথ্যছকগুলিতে। আপনাকে আমি এটি ইংরেজি উইকিতে আগে করার পরামর্শ দিচ্ছি কারণ সেখানে বহু মডিউল-অভিজ্ঞ লোক আছে, যারা খুব ভালো বুঝবেন আমার থেকে। তারা অনুমোদন দিয়ে সেখানে যোগ করলে, আমি করে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৪, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, ইংরেজি উইকিতে অনুরোধ করেছি তবে সেটা ব্যর্থ হয়েছে, কারন কোনোরকম আলোচনা ছাড়া অনুরোধ গ্রহন করবেনা। এটা আপাতত অন্য কোনো যায়গায় প্রভাব ফেলবেনা শুধু লিন্ট ত্রুটির Misnested tag with different rendering in HTML5 and HTML4 ট্যাগ করা পাতা কমাবে। যদি কোন সমস্যা হয় তবে আমরা পুরোনো সংস্করণে ফিরিয়ে নেবো। ধন্যবাদ! জনি (আলাপ) ১৮:৪৯, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ZI Jony: একই কোডে চালিয়ে জিনিস যখন ওখানে সমস্যা করছে না, আমার মনে হয় না এই মডিউল এখানেও সমস্যা করছে। উদাহরণস্বরূপ এই সম্পাদনা বা এই সম্পাদনার ফলে এই টেমপ্লেটগুলির HTML সমস্যা ঠিক হয়েছে গেল। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৭, ১২ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"Infobox" পাতায় ফেরত যান।