মডিউল আলাপ:

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে "সাহায্য দরকার" অনুচ্ছেদে

সাহায্য দরকার

সম্পাদনা

@Zaheen এবং Tanay barisha: এই মডিউল শব্দের শেষ বর্ণ ধরে তার সাথে "ে/এ/য়ে" যোগ করে। এই মডিউল সম্পূর্ণ করতে সাহায্য চাই। ি থেকে ঔ পর্যন্ত বর্ণের সাথে "এ" যোগ করলে কি হবে?। উদা: ইতালি + এ = ইতালিতে না ইতালিয়ে। ঋতু + এ = ঋতুতে নাঋতুয়ে। এই রকম বাকীগুলি। --আফতাব (আলাপ) ২১:৩৮, ২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

যা বুঝলাম "কোথায়" প্রশ্নের জন্য উত্তরে শেষে যেটা যোগ হয় সেটা জানতে চাইছেন। স্বরবর্ণে শেষ হলে আ এর ক্ষেত্রে -য়/-তে, অন্যান্য ক্ষেত্রে -তে, আর ব্যঞ্জনবর্ণ যদি শেষে থাকে তাহলে -এ যোগ হয়। কলকাতায়/-তে (শেষে ত্ + আ), দিল্লিতে (শেষে ই) বাংলাদেশে (শেষে শ্ )। য় (আলাপ) ০৫:৩৬, ৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
তনয় সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। হয়ত কিছু ব্যতিক্রম লুকিয়ে থাকতে পারে। যেমন শুধু আ-কার নয়, ঔ-কারের পরেও "য়ে" হতে পারে, বা "তে"-ও হতে পারে। যেমন-লখ্‌নৌয়ে বা লখ্‌নৌতে, দুটোই শুনতে ঠিক লাগে। একইভাবে ও-কারের ক্ষেত্রে কলম্বোয়/কলম্বোতে (তবে লিখিত বাংলার ক্ষেত্রে দ্বিতীয়টা দেখতে বেশি ভাল লাগে)। এরকম হয়ত আরও কিছু ভ্যারিয়েশন পাওয়া যাবে। যাই হোক, আপাতত তনয়ের অ্যালগোরিদমটাই ব্যবহার করতে পারেন। পরে ব্যতিক্রমী কোনও ভুল ধরা পড়লে অবস্থা বুঝে হালনাগাদ করা যাবে। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৪৩, ৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen এবং Tanay barisha: দিলাম। তবে "ই"-এর জন্য "য়ে" দিলাম। যেমন ধরুন: জামাই। এখানে "জামাইতে" শুনতে ভালো লাগে না। আর ং এর জন্য কি "য়ে" দিব না "ঙে" দিব? উদা: হংকংয়ে না হংকংঙে? --আফতাব (আলাপ) ২১:০৫, ৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"এ" পাতায় ফেরত যান।