মঞ্জু দে
মঞ্জু দে (বিবাহের পূর্বে মঞ্জু মিত্র) (৭ মে ১৯২৬ - ৩০ সেপ্টেম্বর ১৯৮৯) তিনি ছিলেন একজন বাঙালি অভিনেত্রী এবং পরিচালক। তিনি ১৯৬২ সালে কেরি সাহেবের মুন্সি চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য ২৫তম বার্ষিক বিএফজেএ পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।
মঞ্জু দে | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ |
পেশা | অভিনেত্রী, চলচ্চিত্রকর |
পরিচিতির কারণ | জিঘাংসা |
উল্লেখযোগ্য কর্ম | সজারুর কাঁটা |
দাম্পত্য সঙ্গী | দেবব্রত দে |
জন্ম ও প্রারম্ভিক জীবন
সম্পাদনামঞ্জু মিত্রের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। পিতা অমরেন্দ্রনাথ মিত্র। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে বি.এ পাশ করেন। এম.এ পড়া অসমাপ্ত রেখে অভিনয় জগতে চলে আসেন।[১]
কর্মজীবন
সম্পাদনাতার চলচ্চিত্র জীবনের শুরু হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে হেমেন গুপ্তের ৪২ ছবিতে নায়িকা র ভূমিকা দিয়ে। তিনি নিজেও ছবি পরিচালনা করেছেন। তার পরিচালিত ছবি স্বর্গ হতে বিদায় মুক্তি লাভ করে ১৯৬৪ খ্রিস্টাব্দে। মঞ্জু দে ছায়াছবি ছাড়াও নাটকে ও যাত্রাপালাতেও অভিনয় করেছেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে বিশ্বরূপায় চৌরঙ্গী নাটকে মিসেস পাকড়াশির ভূমিকায় এবং যাত্রাপালা বিশ্ববন্দিতা ইন্দিরায় ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা লাভ করেন। [১]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- জিঘাংসা (১৯৫১)
- বিয়াল্লিশ (১৯৫১)
- রত্নদীপ (১৯৫১)
- কর পাপে (১৯৫২)
- বউ ঠাকুরাণীর হাট (১৯৫৩)
- গৃহপ্রবেশ (১৯৫৪)
- মন্ত্র শক্তি (১৯৫৪)
- উপহার (১৯৫৫)
- লক্ষ-হীরা (১৯৫৬)
- কাবুলিওয়ালা (১৯৫৭)
- পৃথিবী আমারে চাই (১৯৫৭)
- বড়দিদি (১৯৫৭)
- নীল আকাশের নীচ (১৯৫৮)
- অভিশপ্ত চম্বল (১৯৬৭)
- শজারুর কাঁটা(১৯৭৪)
- অর্পিতা (১৯৮৩)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ২৯০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মঞ্জু দে (ইংরেজি)