মঞ্জু কাপুর

ভারতীয় লেখিকা

মঞ্জু কাপুর একজন ভারতীয় ঔপন্যাসিক। তার প্রথম উপন্যাস, ডিফিকাল্ট ডটার্স, ১৯৯৯ কমনওয়েলথ লেখক পুরস্কার, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় সেরা প্রথম বই জিতেছে।[১]

মঞ্জু কাপুর
জন্ম
দাম্পত্য সঙ্গীগান নিধি ডালমিয়া
সন্তান

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি গুণ নিধি ডালমিয়াকে বিয়ে করেছেন; তাদের তিনটি সন্তান এবং চার নাতি-নাতনি রয়েছে এবং তাঁরা নতুন দিল্লিতে থাকেন।[২]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

  • ২০১১: দক্ষিণ এশীয় সাহিত্যের জন্য ডিএসসি পুরস্কারে সংক্ষিপ্ত তালিকা, দ্য ইমিগ্র্যান্ট
  • ১৯৯৯: কমনওয়েলথ লেখক পুরস্কার, সেরা প্রথম বই, ইউরোপ এবং দক্ষিণ এশিয়া, ডিফিকাল্ট ডটার্স

কাজ সম্পাদনা

টেলিভিশন অভিযোজন সম্পাদনা

মঞ্জু কাপুরের উপন্যাস "কাস্টডি" বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি ভারতীয় টেলিভিশন চ্যানেলে দৈনিক নাটকের ভিত্তি হয়েছে:

  • একতা কাপুরের প্রোডাকশন হাউস বালাজি টেলিফিল্মসের অধীনে হিন্দিতে স্টার প্লাসে ইয়ে হ্যায় মোহাব্বতে
  • স্বপ্নিল জোশী প্রোডাকশনের অধীনে মারাঠিতে স্টার প্রবাহে নকলত সারা গদলে।
  • শ্রী শরণ প্রোডাকশনের অধীনে মালয়ালম ভাষায় এশিয়ানেটে প্রাণায়াম ।
  • তামিল ভাষায় স্টার বিজয়ে কল্যাণম মুধল কাধল ভারাই ।
  • কন্নড় ভাষায় এশিয়ানেট সুবর্ণে অবানু মাথে শ্রাবণী।
  • মা-তে তেলুগুতে মনসুপালিক মৌনা গীথাম।
  • বাংলায় স্টার জলসায় মন নিয়ে কাছকাছি ।

একতা কাপুরের প্রোডাকশন হাউস বালাজি টেলিফিল্মসের অধীনে স্টার প্লাসে সম্প্রচারিত পরদেস মে হ্যায় মেরা দিল, মঞ্জু কাপুরের লেখা উপন্যাস "দ্য ইমিগ্রেন্ট" অবলম্বনে নির্মিত।

দ্য ম্যারিড উইমেন হলো একটি ওয়েব সিরিজ, যা একতা কাপুরের প্রযোজনায় এবং আল্ট বালাজী- তে পাওয়া যায়, এটি মঞ্জু কাপুরের উপন্যাস "এ ম্যারিড উইমেন" এর উপর ভিত্তি করে তৈরি।

পর্যালোচনা সম্পাদনা

  • রুথ স্কার (১৬ এপ্রিল ২০০৯)। "The Immigrant by Manju Kapur: review"দ্য টেলিগ্রাফ 
  • আরিফা আকবর (১১ মার্চ ২০১১)। "Custody by Manju Kapur"দ্য ইন্ডিপেন্ডেন্ট 
  • মিঠু ব্যানার্জি (২৭ ফেব্রুয়ারি ২০১১)। "Custody by Manju Kapur – review"দ্য অবজারভার 

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Anna M. M. Vetticad (১৫ মার্চ ১৯৯৯)। India Today (ইংরেজি ভাষায়) https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/19990315-manju-kapur-bags-commonwealth-writers-prize-for-best-first-book-780404-1999-03-15। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. Anna Metcalfe (৯ এপ্রিল ২০১১)। "Small talk: Mantri kanpur lyrics of the wrld"The Financial Times 

আরও পড়া সম্পাদনা

  • নিতন্ডে, রোহিদাস। একজন নারীবাদী লেখকের সন্ধানে, পার্টট্রিজ ইন্ডিয়া, ব্লুমিংটন, ২০১৪.
  • নিতন্ডে, রোহিদাস। মঞ্জু কাপুর গ্রন্থপঞ্জি, গুগল প্লে বুক, ২০১৫। https://www.researchgate.net/publication/২67৯২৮১১৮_Manju_Kapur_A_Bibliography
  • আস্কোক কুমার, এড. , মঞ্জু কাপুরের উপন্যাস: এ ফেমিনিস্টিক স্টাডি, সরুপ অ্যান্ড সন্স, নিউ দিল্লি, ২০১০।
  • রাম শর্মা, রাইজ নিউ ওম্যান: মঞ্জু কাপুরের উপন্যাস, মঙ্গলাম পাবলিকেশন্স, দিল্লি, ২০১৩।
  • কল্পনা রাজপুত, রিম্যাপিং দ্য ফিমেল ম্যাপ: ঝুম্পা লাহিড়ী এবং মঞ্জু কাপুর, ইকিং বুকস, জয়পুর, ২০১২।

বহিঃসংযোগ সম্পাদনা