মঞ্জুষা কানওয়ার

ব্যাডমিন্টন খেলোয়াড়

মঞ্জুষা কানওয়ার (জন্ম ২০শে মার্চ ১৯৭১, জন্ম নাম মঞ্জুষা পাভাঙ্গদকর ) হলেন একজন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নতুন দিল্লিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের[১] ক্রীড়া বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি দিল্লি দলের কোচ হিসেবে ২০১৮ - ২০ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের অংশ ছিলেন। একজন খেলোয়াড় হিসেবে তাঁর কৃতিত্ব এবং খেলাধুলার প্রচারের জন্য তাঁর কাজ, উভয়ের জন্য তাঁকে ২০২০ সালে ফিকি (এফআই সিসিআই) আজীবন সম্মাননা পুরস্কার [২] (লাইফ টাইম অ্যাচিভমেন্ট) দিয়ে সম্মানিত করা হয়েছিল।

মঞ্জুষা কানওয়ার
ব্যক্তিগত তথ্য
দেশভারত
জন্ম (1971-03-20) ২০ মার্চ ১৯৭১ (বয়স ৫৩)
পুনে, মহারাষ্ট্র, ভারত
বাসস্থাননয়ডা, উত্তরপ্রদেশ, ভারত
উচ্চতা১.৭৫ মি
যে হাতে খেলেনডান-হাতি
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
মহিলাদের ব্যাডমিন্টন
কমনওয়েলথ গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯৮ কুয়ালা লামপুর মহিলা দল
দক্ষিণ এশীয় গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৪ ইসলামাবাদ মহিলা দল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৪ ইসলামাবাদ মহিলাদের ডাবলস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৪ ইসলামাবাদ মিশ্র দ্বৈত
বিডব্লউএফ প্রোফাইল

প্রাথমিক জীবন সম্পাদনা

মঞ্জুষা কানওয়ার ১৯৭১ সালের ২০শে মার্চ ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে জন্মগ্রহণ করেছিলেন।

খেলোয়াড় জীবন সম্পাদনা

মঞ্জুষা কানওয়ার ১৯৯১ সালে প্রথমবারের মতো ভারতে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০২২ সাল পর্যন্ত আরও নয়টি শিরোপা এরপরে তিনি পেয়েছেন। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে ব্রোঞ্জ পদক বিজয়ী,[৩] তিনি সেখানে একক এবং দ্বৈত উভয় বিভাগেই খেলেছিলেন। ২০০৪ সালের দক্ষিণ এশিয়ান গেমসে তিনি একক বিভাগে স্বর্ণপদক পেয়েছিলেন এবং মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতে রৌপ্য পদক বিজয়ী হয়েছিলেন। তিনি ১২ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমান সম্পাদনা

মঞ্জুষা কানওয়ার লখনউতে স্পোর্টস্টার নর্থ স্পোর্টস কনক্লেভে বক্তৃতা করতে গিয়ে বলেছেন, সরকারকে অবশ্যই ক্রীড়াবিদদের সাথে পর্দার আড়ালে কাজ করা প্রত্যেকের জন্য একটি ভাল পুরস্কারমূলক পরিকল্পনা নিয়ে আসতে হবে।[৪] তিনি এবং তাঁর স্বামী, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় অজয় ​​কানওয়ার, যমুনা স্পোর্টস কমপ্লেক্সে তাঁদের প্রশিক্ষণ একাডেমি চালান এবং তাঁরা নয়ডায় একটি নতুন একাডেমিও চালু করেছেন।[৫]

অর্জন সম্পাদনা

দক্ষিণ এশিয়ান গেমস সম্পাদনা

মহিলাদের ডাবলস
বছর ভেন্যু অংশীদার প্রতিপক্ষ স্কোর ফলাফল
2০০৪ রোধাম হল, ইসলামাবাদ, পাকিস্তান   ফাতিমা নাজনীন   শ্রুতি কুরিয়ান



  জ্বলা গুট্টা
৬-১৫, ৩-১৫   সিলভার
মিশ্র দ্বৈত
বছর ভেন্যু অংশীদার প্রতিপক্ষ স্কোর ফলাফল
২০০৪ রোধাম হল, ইসলামাবাদ, পাকিস্তান   মার্কোস ব্রিস্টো  জাসিল পি ইসমাইল



  জ্বলা গুট্টা
৬-১৫, ৩-১৫   সিলভার

আইবিএফ ইন্টারন্যাশনাল সম্পাদনা

মহিলাদের একক
বছর টুর্নামেন্ট প্রতিপক্ষ স্কোর ফলাফল
১৯৯৯ ওয়েলিংটন ইন্টারন্যাশনাল   রোনা রবার্টসন ৩-১১, ৩-১১  রানার আপ
মহিলাদের ডাবলস
বছর টুর্নামেন্ট অংশীদার প্রতিপক্ষ স্কোর ফলাফল
১৯৯৮ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল   অর্চনা দেওধর   মধুমিতা বিষ্ট



  পিভিভি লক্ষ্মী
১৫-৬, ১৩-১৫, ৯-১৫   রানার আপ
মিশ্র দ্বৈত
বছর টুর্নামেন্ট অংশীদার প্রতিপক্ষ স্কোর ফলাফল
২০০২ ইন্ডিয়া স্যাটেলাইট   জাসিল পি ইসমাইল   মার্কোস ব্রিস্টো



  বি আর মীনাক্ষী
১১-৫, ১১-৩   বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Indian Oil Corporation Ltd. : IndianOil - The Energy of India"IndianOil। ২০২১-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৩ 
  2. "FICCI presents India Sports Awards 2020,The Pioneer,Dec 10, 2020"ficci.in। মে ১৬, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৩ 
  3. "Manjusha Kanwar | Commonwealth Games Federation"thecgf.com (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৩ 
  4. "Sportstar North Conclave 2022: Sports should be beyond just medals, says Dr. Nidhi Pundhir"। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৩ 
  5. "Delhi badminton looks for a fresh start"। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা