মজিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
মজিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা।[১] মাদ্রাসাটি ১৯৩৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ্ব ফকির মোহাম্মাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাজিল স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়। এই মাদ্রাসাটিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালু রয়েছে।[২]
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৩৮ |
প্রতিষ্ঠাতা | ফকির মোহাম্মাদ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
ঠিকানা | মজিদপুর , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১২৩২৯০ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন |
ওয়েবসাইট | http://123290.ebmeb.gov.bd/ |
ইতিহাস
সম্পাদনাআলহাজ্ব ফকির মোহাম্মাদ পাশের জেলা রাজশাহীর তানোরের মালশিরায় জন্মগ্রহণ করেন। ফকির মোহাম্মাদের আলহাজ্ব ফকির মোহাম্মদ ওয়াকফ স্টেট নামে একটি নিজস্ব একটি দাতব্য প্রতিষ্ঠান ছিলো। এই ফান্ডের টাকা থেকে ১৯৩৮ সালে ফকির মোহাম্মাদ ৬৬ শতক জমি মাদ্রাসার নামে ওয়াকফ করে দেন। মজিদপুর জুনিয়র মাদ্রাসা নামে মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়। এরপরে মজিদপুর গ্রামের ওমর আলী ও আসানিয়া কবিরাজ আরো ১ একর ১১ শতক জমি দান করেন। এছাড়াও মাদ্রাসাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলহাজ্ব ইজ্জতুল্লাহ ও আলহাজ্ব রিজকুল্লাহ নামে দুই ব্যক্তি মাদ্রাসাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেন।
মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর প্রতি বছর বার্ষিক ইসালে সাওয়াবের আয়োজন করা হতো। এসব মাহফিলে অনেকে জমি, কৃষি পণ্য, নগদ টাকা দিয়ে সাহায্য করতো। ধীরে ধীরে মাদ্রাসাটি পরিচালনার জন্য ১৯৭২ সালে ফান্ডে ১৮.৫ একর জমি ও ৪৫০০০ টাকা জমা হয়। সেইসময়ের মাদ্রাসা কমিটির সেক্রেটারি মো. আব্বাস আলী ও অন্যান্য সদস্য মোসলেম আলী ও লুতফল হকের নেতৃত্বে মাদ্রাসাটি একযোগে মাদ্রাসার ভবন নির্মাণ ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বিস্তৃত করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মজিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা"। সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩।
- ↑ "রাজশাহী বিভাগের মাদ্রাসার গভর্নিং বডি – Islamic Arabic University"। iau.edu.bd। ২০২৩-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০১।
- ↑ "MOJIDPUR ISLAMIA FAZIL MADRASAH"। 123290.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০১।