মক্কা মসজিদ, চেন্নাই

ভারতের মসজিদ

মক্কা মসজিদ ভারতের চেন্নাই শহরের একটি মসজিদ। সৈয়দ মুসা শা খাদেরীর দরগা মসজিদের নিকটে অবস্থিত।

মক্কা মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানচেন্নাই
দেশভারত
স্থানাঙ্ক১৩°০৩′৩০″ উত্তর ৮০°০৯′০৬″ পূর্ব / ১৩.০৫৮৩১৮৭° উত্তর ৮০.১৫১৭৬৫৪° পূর্ব / 13.0583187; 80.1517654
স্থাপত্য
ধরনইসলামী স্থাপত্য

এই মসজিদটি মাউন্ট রোডের চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ২০০৬ সালের ১৮ই নভেম্বর তারিখ থেকে মসজিদের প্রধান ইমামের দায়িত্ব পালন করছেন "মাওলানা মনসুর কাশফি কাসিমি"; যিনি তামিলনাড়ুর একজন সুপরিচিত ব্যক্তিত্ব। রমজানের সময় মসজিদ ইমাম (আরেক হাফিজ ইমাম) বিশেষ তারাবী নামাজের নেতৃত্ব দেন এবং প্রধান ইমাম প্রতি বছর বিশেষ ইসলামী ভাষণ প্রদান করেন। মুসলিম মহিলাদের প্রার্থনা করার ব্যবস্থা এবং বিশেষ ইসলামী ভাষণে অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা / ভবনসহ এমন কয়েকটি মসজিদের মধ্যে এটি অন্যতম। প্রধান ইমাম মাওলানা মনসুর কাশফি কাসিমি "মাদারাসা কাসিফুল হুদা", চেন্নাই থেকে আলিম ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি বিশ্বখ্যাত দারুল উলূম দেওবন্দ ইসলামিক মাদরাসা থেকে শরীয়ত বিশেষজ্ঞের (কাসিমি) ডিগ্রি অর্জন করেছেন। শুক্রবার জুম্মার ইসলামিক বক্তৃতা প্রতি শুক্রবার রাত ১০টায় "তামিলান টিভি" -প্রচারিত হয়। পরিবারের মধ্যে বিরোধ মিটিয়ে দেওয়ার জন্য মসজিদে একটি "পারিবারিক পরামর্শ কেন্দ্র"ও রয়েছে।

পাঁচতলা বিশিষ্ট এই মসজিদটি ভারতের বৃহত্তম মসজিদ এবং এখানে একসাথে ৫,০০০ জন মুসল্লি নামাজ পড়তে পারে।

তথ্যসূত্র সম্পাদনা