ভোল্ফগাং পাউলি
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী
ভোল্ফগাং এর্ন্স্ট পাউলি (এপ্রিল ২৫, ১৯০০ – ডিসেম্বর ১৫, ১৯৫৮) ছিলেন একজন বিখ্যাত অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী।
ভোল্ফগাং এর্ন্স্ট পাউলি | |
---|---|
![]() | |
জন্ম | এপ্রিল ২৫ ১৯০০ ভিয়েনা, অস্ট্রিয়া-হাঙ্গেরি |
মৃত্যু | ১৫ ডিসেম্বর ১৯৫৮ জুরিখ, সুইজারল্যান্ড | (বয়স ৫৮)
জাতীয়তা | ![]() ![]() ![]() |
প্রতিষ্ঠান | গ্যটিঙেন বিশ্ববিদ্যালয় কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় হামবুর্গ বিশ্ববিদ্যালয় ইটিএইচ জুরিখ মিশিগান বিশ্ববিদ্যালয় Institute for Advanced Study |
প্রাক্তন ছাত্র | লুডভিগ-মাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | আর্নল্ড সমারফেল্ড |
পিএইচডি ছাত্ররা | নিকোলাস কেমার |
পরিচিতির কারণ | পাউলির বর্জন নীতি |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
কর্মজীবনসম্পাদনা
তিনি পাউলির বর্জন নীতির আবিষ্কারক হিসাবে বিখ্যাত হয়ে আছেন। ১৯২৫ সালে করা তার এই কাজের জন্য, ১৯৪৫ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তেজস্ক্রিয়তার একটি গুরত্বপুর্ণ দিক বিটার অবক্ষয় নিয়ে কাজ করতে গিয়ে তিনি নতুন কণা নিউট্রিনো -র প্রস্থাবও করেন। ১৯৪৬ সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন।[১]