ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগের ভোলা জেলায় ৩টি জোনাল অফিস, ৩টি সাব-জোনাল অফিস, ১টি এরিয়া অফিস এবং ২২টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯ মার্চ ১৯৯৮ সালে ।[১][২]

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি
ভোলা পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৯ মার্চ ১৯৯৮; ২৬ বছর আগে (1998-03-19)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরভোলা জেলা
অবস্থান
যে অঞ্চলে
ভোলা জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটhttp://pbs.bhola.gov.bd/

ইতিহাস সম্পাদনা

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধন পায় ১৯ মার্চ ১৯৯৮ সালে এবং যাত্রা শুরু হয় ০৫ মার্চ ১৯৯৯ সালে। এ সমিতির অধীনে ১২টি উপজেলা, ৭০টি ইউনিয়ন, ৫০৭টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর বাংলাবাজার, ভোলা জেলায় অবস্থিত।[১]

জোনাল অফিসসমূহ সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • লালমোহন জোনাল অফিস
  • চরফ্যাশন জোনাল অফিস।[১]
  • পরানগঞ্জ জোনাল অফিস

সাব-জোনাল অফিসসমূহ সম্পাদনা

  • বোরহানউদ্দিন সাব-জোনাল অফিস
  • তজুমদ্দীন সাব- জোনাল অফিস
  • দক্ষিণ আইচা সাব- জোমাল অফিস।।[১]

এরিয়া অফিসসমূহ সম্পাদনা

০১টি  : দৌলতখান।[১]

গ্রাহক সংখ্যা সম্পাদনা

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর প্রায় ৩,৯৭,৯১০ জন গ্রাহক রয়েছে।[১]

অন্যান্য তথ্য সম্পাদনা

  • মোট আয়তন: ৩,৪০৪ বর্গকিলোমিটার
  • সিষ্টেম লস: ১১.৫৫%
  • উপকেন্দ্র: ৮টি
  • উপকেন্দ্রের ক্ষমতা: ১১০ এমভিএ।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, ভোলা"pbs.bhola.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০