ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
(ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুনর্নির্দেশিত)

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএইচপিআই) বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলায় অবস্থিত একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।[] চারটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪টি বিভাগ চলমান রয়েছে।

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত২০০৫
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ইআইআইএন১৩২৯৫৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অবস্থান
বোরহানউদ্দিন উপজেলা, ভোলা
,
২২°২৯′৩৬″ উত্তর ৯০°৪৩′৫৬″ পূর্ব / ২২.৪৯৩৪৫৬° উত্তর ৯০.৭৩২২২৬° পূর্ব / 22.493456; 90.732226
শিক্ষাঙ্গনশহুরে
৩ একর (১.২ হেক্টর)
ওয়েবসাইটwww.bhpi.gov.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিভাগের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত। ভোলা শহর থেকে প্রতিষ্ঠানটি ২৫ কিলোমিটার এবং বোরহানউদ্দিন উপজেলা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশেই অবস্থিত।

ক্যাম্পাস

সম্পাদনা

মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট ২টি ভবন এবং দুই তলা বিশিষ্ট ২টি ভবন, এদের তিনটি প্রাতিষ্ঠানিক ভবন ও একটি প্রশাসনিক ভবন। এছাড়া ওয়ার্কশপ কক্ষ, অফিস, লাইব্রেরী, ল্যবরেটরী, একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম,হার্ডওয়্যার ল্যাব, সফটওয়্যার ল্যাব এবং ওয়াই-ফাই সহ একটি মাল্টিমিডিয়া নেটওয়ার্কিং ল্যাব।

আবাসিক স্থলে রয়েছে অধ্যক্ষ এবং টিচার্স কোয়ার্টার। প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের জন্য কোনো হোস্টেল ব্যবস্থা নেই। এছাড়াও রয়েছে একটি মসজিদ এবং শহীদ মিনার। প্রতিষ্ঠানটি সর্বত্র সিসিটিভি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত এবং ক্লাস ও পরীক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা বিদ্যমান।

টেকনোলজি এবং আসনসংখ্যা

সম্পাদনা

একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে:

  1. কম্পিউটার টেকনোলজি-১২০
  2. সিভিল(পুরকৌশল) টেকনোলজি -২৪০
  3. ইলেকট্রনিক্স টেকনোলজি-১২০
  4. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি-১২০

প্রতিটি ডিপার্টমেন্টে ১ম শিফট ও ২য় শিফট চালু আছে।

ছাত্র সংগঠন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা