ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএইচপিআই) বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলায় অবস্থিত একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।[১] চারটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪টি বিভাগ চলমান রয়েছে।

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত২০০৫
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
অবস্থান
বোরহানউদ্দিন উপজেলা, ভোলা
,
২২°২৯′৩৬″ উত্তর ৯০°৪৩′৫৬″ পূর্ব / ২২.৪৯৩৪৫৬° উত্তর ৯০.৭৩২২২৬° পূর্ব / 22.493456; 90.732226
শিক্ষাঙ্গনশহুরে
৩ একর (১.২ হেক্টর)
ওয়েবসাইটwww.bhpi.gov.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিভাগের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত। ভোলা শহর থেকে প্রতিষ্ঠানটি ২৫ কিলোমিটার এবং বোরহানউদ্দিন উপজেলা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশেই অবস্থিত।

ক্যাম্পাস

সম্পাদনা

মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট ২টি ভবন এবং দুই তলা বিশিষ্ট ২টি ভবন, এদের তিনটি প্রাতিষ্ঠানিক ভবন ও একটি প্রশাসনিক ভবন। এছাড়া ওয়ার্কশপ কক্ষ, অফিস, লাইব্রেরী, ল্যবরেটরী, একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম,হার্ডওয়্যার ল্যাব, সফটওয়্যার ল্যাব এবং ওয়াই-ফাই সহ একটি মাল্টিমিডিয়া নেটওয়ার্কিং ল্যাব।

আবাসিক স্থলে রয়েছে অধ্যক্ষ এবং টিচার্স কোয়ার্টার। প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের জন্য কোনো হোস্টেল ব্যবস্থা নেই। এছাড়াও রয়েছে একটি মসজিদ এবং শহীদ মিনার। প্রতিষ্ঠানটি সর্বত্র সিসিটিভি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত এবং ক্লাস ও পরিক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা বিদ্যমান।

টেকনোলজি এবং আসনসংখ্যা

সম্পাদনা

একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে:

  1. কম্পিউটার টেকনোলজি-১২০
  2. সিভিল(পুরকৌশল) টেকনোলজি -২৪০
  3. ইলেকট্রনিক্স টেকনোলজি-১২০
  4. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি-১২০

প্রতিটি ডিপার্টমেন্টে ১ম শিফট ও ২য় শিফট চালু আছে।

ছাত্র সংগঠন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা