ভোলানাথ বরুয়া মহাবিদ্যালয়

ভোলানাথ বরুয়া মহাবিদ্যালয় বা সংক্ষেপে বি. বরুয়া কলেজ (en: B. Borooah College) হচ্ছে আসাম-এর কামরূপ মহানগর জেলাতে অবস্থিত একটি অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান। আসাম তথা ভারতের প্রখ্যাত উদ্যোগী ভোলানাথ বরুয়াকে শ্রদ্ধা জানিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল৷ ১৯৪৩ সালে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ-এর নেতৃত্বে স্থাপিত হওয়া প্রতিষ্ঠানটির প্রথম সভাপতি এবং অধ্যক্ষ বরদলৈই ছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় স্থাপিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির শ্রেণীসমূহ প্রথমে নৈশ সময়ে ছিল। শিক্ষা প্রতিষ্ঠানটি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত৷ NAAC থেকে 'এ' গ্রেডপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হচ্ছেন ড০ সত্যেন্দ্র নাথ বর্মন৷ [১]

ভোলানাথ বরুয়া মহাবিদ্যালয়
বি. বরুয়া মহাবিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৯৪৩; ৮১ বছর আগে (1943)
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষড০ সত্যেন্দ্র নাথ বর্মন
অবস্থান, ,
২৬°১০′৪৩″ উত্তর ৯১°৪৩′৫০″ পূর্ব / ২৬.১৭৮৫° উত্তর ৯১.৭৩০৫° পূর্ব / 26.1785; 91.7305
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.bborooahcollege.ac.in//
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৪৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে মহাবিদ্যালয়টিতে শ্রেণীসমূহ আরম্ভ হয়েছিল। প্রথম পর্যায়ে মাত্র ১৫ শিক্ষার্থী দিয়ে আরম্ভ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির শ্রেণীসমূহ কামরূপ একাডেমী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হয়েছিল। তখন শ্রেণীসমূহ নৈশকালীন ছিল। দরিদ্র শ্রেণীর ছেলে-মেয়েদের শিক্ষা প্রদান করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা কলেজটি রাতের সময় খুলেছিলেন। যাতে দিনের সময় ছেলে-মেয়েরা জীবিকার সন্ধান করে রাতে পড়াশুনা করতে পারে। ভারত রত্ন প্রাপ্ত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম অধ্যক্ষ ছিলেন। তারপর শিক্ষাপ্রতিষ্ঠানটির দায়িত্ব সামলান একজন বলিষ্ঠ রাজনীতিবিদ হেম বরুয়া[১]

অধ্যক্ষের তালিকা সম্পাদনা

১৯৪৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মহাবিদ্যালয়টিতে মোট চৌদ্দজন অধ্যক্ষ কার্যনির্বাহ করেছেন।

ক্রমিক নং অধ্যক্ষ কার্যকাল
গোপীনাথ বরদলৈ
হেম বরুয়া
অধ্যাপক সুরেন্দ্র মোহন দাস
ড০ প্রমোদ চন্দ্র ভট্টাচার্য
প্রসন্ন কুমার শর্মা
দুলাল চন্দ্র বরঠাকুর
এইচ. সি. ডেকা
ডি.কে. চৌধুরী (ভারপ্রাপ্ত)
বন্তি চৌধুরী (ভারপ্রাপ্ত)
১০ ড০ রেখা ডেকা
১১ ড০ সুনীল পবন বরুয়া
১২ মাধুরিমা দাস ডেকা (ভারপ্রাপ্ত)
১৩ ড০ দীনেশ বৈশ্য
১৪ ড° সত্যেন্দ্র নাথ বর্মন

বিভাগ এবং পাঠক্রমসমূহ সম্পাদনা

বি. বরুয়া মহাবিদ্যালয়ে উচ্চতর মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য কলা, বিজ্ঞান এবং বাণিজ্য (স্ব-সমর্থিত) বিভাগ আছে। স্নাতক পাঠক্রমেও কলা, বিজ্ঞান এবং বাণিজ্য (স্ব-সমর্থিত) বিভাগ আছে। তদুপরি স্বসমর্থিত ব্যবস্থায় তথ্য-প্রযুক্তিবিদ্যায় বিজ্ঞান স্নাতক, ব্যাচেলর ইন বিজিনেস ম্যানেজমেন্টের পাঠক্রম আছে। জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানে স্নাতকোত্তর পাঠক্রমের সুবিধা আছে। [২]

কলা এবং বিজ্ঞান বিভাগের অন্তর্গত শাখাসমূহ হচ্ছে-

কলা বিভাগ

  • ইংরাজী
  • অসমীয়া
  • হিন্দী
  • বাংলা
  • শিক্ষা
  • অর্থনীতি বিজ্ঞান
  • রাজনীতি বিজ্ঞান
  • দর্শন
  • ইতিহাস
  • সংস্কৃত

বিজ্ঞান বিভাগ

  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন বিজ্ঞান
  • গণিত
  • ভূতত্ত্ব বিজ্ঞান
  • উদ্ভিদ বিজ্ঞান
  • প্রাণী বিজ্ঞান

অন্যান্য সুবিধা সম্পাদনা

মহাবিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের থাকা-খাওয়ার সুবিধার জন্য হোষ্টেল, ব্যায়ামাগার, ক্যান্টিন, গ্রন্থাগার, কম্পিউটার কেন্দ্রের সুব্যবস্থা আছে। [৩] উল্লেখযোগ্য যে, মহাবিদ্যালয়টির গ্রন্থাগারে চল্লিশ হাজারেরও অধিক গ্রন্থ আছে।[৪]

স্বীকৃতি সম্পাদনা

ভোলানাথ বরুয়া মহাবিদ্যালয় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে৷ উল্লেখযোগ্য যে জাতীয় মূল্যাকংন এবং স্বীকৃতি সংস্থা সংক্ষেপে NAAC এটি মহাবিদ্যালয়টিকে A গ্রেড প্রদান করেছে। [৫]

তথ্যসূত্র সম্পাদনা