ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি

ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি বাংলাদেশ এর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইলে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানচান্দিনা উপজেলা
ঠিকানামহিচাইল
শহরচান্দিনা উপজেলা, কুুমিল্লা জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৯২৪
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস সম্পাদনা

এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতার নাম জানা যায়নি। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন ভৈরব চন্দ্র সিংহ। তার নামেই উক্ত জমিদার বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত। কারণ তিনি ছিলেন প্রজা হিতৈষী জমিদার। তার জমিদারী এলাকা চান্দিনা, বরুড়া, দাউদকান্দি ও দেবিদ্বার নিয়ে গঠিত ছিল।[২] এখানে এখনো জমিদার বংশধররা বসবাস করছেন।[৩]

অবকাঠামো সম্পাদনা

বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট একটি সুন্দর কারুকার্য খচিত ভবন, দুটি মন্দির, আন্ধারমানিক ও জমিদার বংশধরদের শ্মশান রয়েছে।

বর্তমান অবস্থা সম্পাদনা

ভবনের দেয়ালের অনেক অংশ এখন ধ্বংসের মুখে। [৪]কিছুদিন আগেও জমিদার বংশধররা এই ভবনে বসবাস করতেন। তবে বর্ষাকালে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়াতে এখন আর এখানে তারা বসবাস করতেছেন না। তবে এই ভবনকে এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. নান্টু, মাহফুজ (২০২০-০৮-৩১)। "কুমিল্লার ঐতিহ্যবাহী ভৈরব সিংয়ের জমিদার বাড়ি"কুমিল্লা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১ 
  2. টেলিভিশন, Ekushey TV। "কালের সাক্ষী কুমিল্লার 'তিন গম্বুজ' মসজিদ"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১ 
  3. বাংলাদেশ, আজকের। "ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন চান্দিনার মহিচাইল জমিদার বাড়ি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১ 
  4. বাংলাদেশ, আজকের। "ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন চান্দিনার মহিচাইল জমিদার বাড়ি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১