ভৈরবী মন্দির তেজপুর শহরের নতুন কলিবারীতে ব্রহ্মপুত্র নদের নিচে একটি টিলার ওপরে অবস্থিত। বামুণী পাহাড়ের কিছু পূর্বে থাকা এই মন্দির স্থানীয়ভাবে "মাইথান" বলে পরিচিত। মন্দিরের সর্বমোট ভূমির পরিমাণ প্রায় ৬ বিঘা। এই মন্দিরের নির্মাণ সম্পর্কে কোনো প্রামাণিক তথ্য না থাকার জন্য কবে এবং কেন এই মন্দির গড়ে উঠেছিল তা এখনো অজ্ঞাত। এই মন্দিরে হিন্দুদের আরাধ্য ভৈরবী দেবীকে নিত্য পূজা-অর্চনা করা হয়। লোকশ্রুতি অনুসারে দ্বাপর যুগে বাণরাজার কন্যা ঊষা এখানে দেবী আরাধনা করেছিলেন[]। এই মন্দিরে বলিবিধান প্রথার আজও চল আছে। মন্দিরের চারদিকে অসংখ্য পুরাকালের ভগ্ন শিলাখণ্ড ছড়িয়ে পড়ে আছে। ভৈরবীর থেকে বামুণী পাহাড় পর্যন্ত ব্রহ্মপুত্রের পারে পারে এরকম টিলা আছে।[]

ভৈরবী মন্দির
ভৈরবী মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাশোণিতপুর
অবস্থান
অবস্থানকলিবারী, তেজপুর
দেশভারত
স্থাপত্য
ধরনঅসমীয়া
সৃষ্টিকারীঅজ্ঞাত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Swati Mitra (২০১১)। Assam Travel Guide। Goodearth Publications। পৃষ্ঠা 81–। আইএসবিএন 978-93-80262-04-8। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩ 
  2. সম্পাদক-ড: মহেশ্বর নেওগ (২০০৪)। পবিত্র অসম। গুয়াহাটি: অসম সাহিত্য সভা। পৃষ্ঠা ১৭৬।