ভূপেশ সাহা
ভূপেশ সাহা ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলনে তিনি তিনবার দোষী সাব্যস্ত হন। ভূপেশ ১৯৩২ সালে একটি বিপ্লবী দলে যোগ দেন এবং ধামরাই পোস্টাল মেইল অ্যাকশনে জড়িত থাকার অভিযোগে ১৯৩২ সালের ৫ নভেম্বর গ্রেপ্তার হন। তিনি ঢাকা কারাগারে আট দিন অনশন ধর্মঘট করেন। ভূপেশ আন্দামানে নির্বাসিত করা হয়। ১৯৩৭ সালের জুলাই মাসে সেলুলার জেলে ৩৭ দিন অনশন ধর্মঘটে অংশ নেন। ১৯৩৯ সালের মার্চ মাসে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং মুক্তি দেওয়া হয়। মোট কারাদণ্ডের মেয়াদ ছিল সাত বছরেরও বেশি।[১][২]
ভূপেশ সাহা | |
---|---|
জন্ম | ১৯১১ |
মৃত্যু | ?? বাকুরা |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী |
আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, |
জন্ম
সম্পাদনাভূপেশ সাহার জন্ম ১৯১১ সালে। তাঁর পিতার নাম রায়চরণ সাহা। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৫।