ভিসুয়া পুয়ৎস্ক (পোলীয় উচ্চারণ: [ˈviswa ˈpwɔtsk], পোলীয়: Wisła Płock; এছাড়াও ভিসুয়া পুয়ৎস্ক নামে পরিচিত) হচ্ছে পুয়ৎস্ক ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভিসুয়া পুয়ৎস্ক তাদের সকল হোম ম্যাচ পুয়ৎস্কের কাজিমিয়েশ গুরস্কি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৯৭৮।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রাদোসুয়াফ সোবোলেভস্কি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়াৎসেক ক্রুশেভস্কি। পোলীয় রক্ষণভাগের খেলোয়াড় বার্তুয়োমিয়েই সিয়েলেভস্কি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ভিসুয়া পুয়ৎস্ক
পূর্ণ নামভিসুয়া পুয়ৎস্ক স্পুকা আকৎসিয়না
ডাকনামনাফৎসিয়াজে (তৈলকূপ)
পেত্রা
প্রতিষ্ঠিত১৯৪৭; ৭৭ বছর আগে (1947) (এলেক্ত্রিচনোশ্চ পুয়ৎস্ক হিসেবে)
মাঠকাজিমিয়েশ গুরস্কি স্টেডিয়াম
ধারণক্ষমতা১০,৯৭৮
সভাপতিপোল্যান্ড ইয়াৎসেক ক্রুশেভস্কি
ম্যানেজারপোল্যান্ড রাদোসুয়াফ সোবোলেভস্কি
লিগএকস্ত্রাকলাসা
২০১৮–১৯১৪তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, ভিসুয়া পুয়ৎস্ক এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি পোলীয় কাপ এবং ১টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

ইউরোপ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভিসুয়া পুয়ৎস্ক"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০ 
  2. "কাজিমিয়েশ গুরস্কি স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০  |url-status=সক্রিয় অবৈধ (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ভিসুয়া পুয়ৎস্ক টেমপ্লেট:একস্ত্রাকলাসা