ভিয়েতনামে সমকামীদের অধিকার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম একটি সমাজতন্ত্রবাদী দেশ এবং এদেশটিতে একসময় হো চি মিনের মত সমাজতন্ত্রবাদী বিপ্নবী নেতাদের শাসন লক্ষ্য করা গেছে। মানুষের প্রেম ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যৌনতার ক্ষেত্রে ভিয়েতনামীয় সমাজ সবসময়ই প্রতিবেশী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের চেয়ে অনেক উদারতাবাদী এবং নম্র।[১] সরকারীভাবে কখনোই কোনো ধরনের সম্মতিমূলক প্রেম বা যৌনতা নিষেধাজ্ঞার কবলে ভিয়েতনাম কখনোই পড়েনি। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ সমাজের সব জায়গাতেই প্রেম-ভালোবাসার পদচারণা চলে। যদিও সমাজে সমকামী যুগলদের ক্ষেত্রে বিয়ে করার মত স্বাধীনতা নেই কারণ রাষ্ট্রীয় আইনে বিয়ে শুধু নারী এবং পুরুষের মধ্যেই হয়।[২] তবে সামাজিকভাবে বিয়ে ছাড়াই একত্রবাসের মত পশ্চিমা ব্যবস্থা রয়েছে সব ধরনের যুগলদের ক্ষেত্রে।[৩][৪]

সমকামী অধিকার : ভিয়েতনাম
সমকামী অধিকার?বৈধ
লিঙ্গ স্বীকৃতিহিজড়াদের লিঙ্গ পরিবর্তনের অনুমতি আছে
সামরিক চাকরিতেসামরিক বাহিনীতে নারী হোক আর পুরুষ হোক সবাই ঢুকতে পারে, এক্ষেত্রে সমকামী/বিষমকামী কোনো বিবেচ্য বিষয় নয়
বৈষম্য নিরাপত্তাআছে, তবে সব সমাজের সব জায়গাতে নেই
পারিবারিক অধিকার
সম্পর্কের স্বীকৃতিহ্যাঁ, সমলৈঙ্গিক প্রেমের সম্পর্কের সামাজিক স্বীকৃতি আছে
সন্তান দত্তকনা, এক্ষেত্রে সুযোগ নেই, আবার থাকেলও কম

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Gays Rights and the Law, Legality of Homosexuality in Vietnam by Utopia Asia"। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  2. Vietnam Has Been Praised As A Leader In LGBT Rights. Activists Beg To Differ
  3. "Vietnam's first gay pride parade helps unite the LGBT community"। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  4. Getting ready for the fourth Viet Pride