ভিম্বার (উর্দু:ضلع بھمبر) পাকিস্তান শাসিত কাশ্মীরের দশটি জেলার দক্ষিণতম অঞ্চল। এটি ভারতীয় শাসিত কাশ্মীর সীমানা পূর্ব দিকে অবস্থিত। জেলাটি অক্ষাংশ: ৩২-৪৮ থেকে ৩৩-৩৪ এবং দ্রাঘিমাংশ: ৭৩.৫৫ থেকে ৭৪-৪৫ এর মধ্যে অবস্থিত এবং ১৫১৬ বর্গ কিমি এলাকা নিয়ে গঠন করা হয়েছে। জেলাটির প্রধান শহর হচ্ছে ভিম্বার।

ভিম্বার
Bhimber

ضلع بھمبر
জেলা
আজাদ কাশ্মিরের ভিম্বার জেলার মানচিত্রে তুলে ধরা হয়েছে
আজাদ কাশ্মিরের ভিম্বার জেলার মানচিত্রে তুলে ধরা হয়েছে
দেশপাকিস্তান
প্রদেশজম্মু ও কাশ্মীর
প্রতিষ্ঠাকাল১৯৯৬
সদর দপ্তরভিম্বার
আয়তন
 • মোট১,৫১৬ বর্গকিমি (৫৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)
 • মোট৪,২০,৬২৪
 • জনঘনত্ব২৭৭/বর্গকিমি (৭২০/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা
ওয়েবসাইটhttp://www.bhimber.com

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

জেলাটি মোট এলাকা ১৫১৬ বর্গ কিলোমিটার এবং ৩টি তহসিলে বিভক্ত:

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১৭ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটির মোট জনসংখ্যা ছিল প্রায় ৪২০,৬২৪ জন এর মত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Census 2017: AJK population rises to over 4m"The Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা