ভিতোরিয়া ফুটবল ক্লাব

(ভিতোরিয়া এফসি থেকে পুনর্নির্দেশিত)

ভিতোরিয়া ফুতেবল ক্লুবে (উচ্চারিত: [viˈtɔɾiɐ sɨˈtubaɫ], ইংরেজি: Vitória FC; এছাড়াও ভিতোরিয়া দে সেতুবাল, ভিতোরিয়া ডিএস, ভিতোরিয়া ফুটবল ক্লাব অথবা ভিতোরিয়া এফসি নামে পরিচিত) হচ্ছে সেতুবাল ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের তৃতীয় স্তরের ফুটবল লীগ পর্তুগাল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ২০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভিতোরিয়া এফসি তাদের সকল হোম ম্যাচ সেতুবালের এস্তাদিও দো বোনফিমে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,৪৯৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মেয়ং এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিতোর উগো ভালেন্তে। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় জোসে ভিতোর মোরেইরা সেমেদো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

ভিতোরিয়া
পূর্ণ নামভিতোরিয়া ফুতেবল ক্লুবে[১]
প্রতিষ্ঠিত২০ নভেম্বর ১৯১০; ১১৩ বছর আগে (1910-11-20)
মাঠএস্তাদিও দো বোনফিম[২]
ধারণক্ষমতা১৫,৪৯৭
সভাপতিপর্তুগাল ভিতোর উগো ভালেন্তে
ম্যানেজারক্যামেরুন মেয়ং
লিগপর্তুগাল চ্যাম্পিয়নশিপ
২০১৯–২০১৬তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ভিতোরিয়া এফসি এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি তাসা দে পর্তুগাল এবং ১টি তাসা দা লিগা শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

চ্যাম্পিয়ন (৩): ১৯৬৪–৬৫, ১৯৬৬–৬৭, ২০০৪–০৫
চ্যাম্পিয়ন (১): ২০০৭–০৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Estatutos" (পিডিএফ) (Portuguese ভাষায়)। Vitória Futebol Clube। ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৫ 
  2. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  4. "ভিতোরিয়া এফসি: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ভিতোরিয়া ফুটবল ক্লাব টেমপ্লেট:প্রিমেইরা লিগা