ভিক্টর ম্যাকলাগ্লেন

ভিক্টর অ্যান্ড্রু ডা বিয়ের এভারলেই ম্যাকলাগ্লেন (১০ ডিসেম্বর ১৮৮৬ - ৭ নভেম্বর ১৯৫৯) ছিলেন একজন ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেতা।[১] তিনি মূলত চরিত্রাভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেন, বিশেষ করে পশ্চিমা ধাঁচের, এবং জন ফোর্ডজন ওয়েনের সাতটি চলচ্চিত্রে অভিনয় করেন। ম্যাকলাগ্লেন দি ইনফর্মার (১৯৩৫) চলচ্চিত্রে তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[২]

ভিক্টর ম্যাকলাগ্লেন
Victor McLaglen
Victor McLaglen in Sea Devils trailer.jpg
সি ডেভিলস (১৯৩৭) ছবির ট্রেইলারে ম্যাকলাগ্লেন
জন্ম
ভিক্টর অ্যান্ড্রু ডা বিয়ের এভারলেই ম্যাকলাগ্লেন

(১৮৮৬-১২-১০)১০ ডিসেম্বর ১৮৮৬
স্টেপনি, পূর্ব লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
মৃত্যু৭ নভেম্বর ১৯৫৯(1959-11-07) (বয়স ৭২)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২০-১৯৫৮
দাম্পত্য সঙ্গীএনিড লামন্ট
(বি. ১৯১৯; মৃ. ১৯৪২)

সুজান এম. ব্রাগম্যান
(বি. ১৯৪৩; পৃথক ১৯৪৮)

মার্গারেট পামফ্রি
(বি. ১৯৪৮; মৃ. ১৯৫৯)
সন্তান

তিনি অভিনয়শিল্পী ক্লিফোর্ড, সিরিল, কেনেথ, আর্থার ও লিওপল্ডের ভাই এবং পরিচালক অ্যান্ড্রু ভি ম্যাকলাগ্লেনের পিতা।[৩]

প্রারম্ভিক জীবনসম্পাদনা

ম্যাকলাগ্লেন ১৮৮৬ সালের ১০ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন।[৪] তিনি দাবী করেন কেন্টের টানব্রিজ ওয়েলসে তার জন্ম হয়েছিল, কিন্তু তার জন্ম সনদের নথিতে তার জন্মস্থান লন্ডনের ইস্ট এন্ডের স্টেপনি লিপিবদ্ধ রয়েছে।[৫] তার পিতা অ্যান্ড্রু চার্লস আলবার্ট ম্যাকলাগ্লেন ইংল্যান্ডের ফ্রি প্রটেস্ট্যান্ট এপিসকোপাল চার্চের বিশপ ছিলেন। ম্যাকলাগ্লেন পরিবার দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত, নামটি বিকৃত হয়ে ওলন্দাজ ভাষায় ম্যাকলাচলান নামে গৃহীত হয়েছে। আলবার্ট ম্যাকলাগ্লেন ১৮৫১ সালের ৪ঠা এপ্রিল কেপ টাউনে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মনাম ছিল আন্দ্রিয়েস ক্যারেল আলবার্টাস ম্যাকলাগ্লেন।

ভিক্টরের আট ভাই ও এক বোন ছিল। তার চার ভাই আর্থার (১৮৮৮-১৯৭২), ক্লিফোর্ড (১৮৯২-১৯৭৮), সিরিল (১৮৯৯-১৯৮৭), ও কেনেথ (আনু. ১৯০১-১৯৭৯) অভিনেতা ছিলেন; এবং আরেক ভাই লিওপল্ড (১৮৮৪-১৯৫১) একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে শোম্যান ও স্ব-ঘোষিত বিশ্ব জুজুৎসু চ্যাম্পিয়ন হিসেবে কুখ্যাতি অর্জন করেছিলেন,[৬] এবং এই জুজুৎসু বিষয়ের উপর একটি বই রচনা করেছিলেন।[৭] তার অন্য ভাইয়েরা হলেন ফ্রেডরিক (জ. আনু. ১৮৮২); সিডনি (জ. আনু. ১৮৮৪) ও লুইস (জ. আনু. ১৮৮৯) এবং বোন লিলি (জ. আনু. ১৮৯৩)।

তথ্যসূত্রসম্পাদনা

  1. অবিচুয়ারি, ভ্যারাইটি, ১১ নভেম্বর ১৯৫৯, পৃ. ৭৯।
  2. "Victor McLaglen Biography"টার্নার ক্লাসিক মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 
  3. বার্নস, মাইক (৯ মার্চ ২০১৪)। "Director Andrew V. McLaglen Dies at 94"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 
  4. "Victor McLaglen"ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 
  5. "FreeBMD Entry Info"ফ্রিবিএমডি। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 
  6. "The Science of JiuJitsu: McLaglan"জার্নাল অব নন-লিথাল কম্বাটিভস। ডিসেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 
  7. নোবেল, গ্রাহাম। "Early Ju-jutsu: The Challenges  by Graham Noble"ড্রাগন-সুনামি। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা