ভারতীয় বাদামি বেজি

স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি

ভারতীয় বাদামি বেজি (Herpestes fuscus) দেখতে অনেকটা ছোট লেজের বেজির মতো। ভারতীয় বাদামি বেজি প্রধানত ভারতেশ্রীলঙ্কায় দেখা যায়।[১]

ভারতীয় বাদামি বেজি
পশ্চিমঘাট পর্বতে প্রাপ্ত বয়স্ক ভারতীয় বাদামি বেজি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Mammalia
বর্গ: Carnivora
উপপরিবার: Herpestinae
গণ: Herpestes
প্রজাতি: H. fuscus
দ্বিপদী নাম
Herpestes fuscus
Waterhouse, 1838
ভারতীয় বাদামি বেজির অবস্থান
ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় ভারতীয় বাদামি বেজি
 
An old illustration of H. f. maccarthiae

অধিক সংখ্যক ভারতীয় বাদামি বেজিই ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় দেখা যায়। এই প্রজাতির সম্পূর্ণ দেহ গাঢ় বাদামি বর্ণের ও লেজটি লক্ষণীয় ভাবে কালো বর্ণের হয়ে থাকে। এদের লেজ সম্পূর্ণ দেহের দুই-তৃতীয়াংশ এবং পাতি বেজির থেকে অধিক লোমযুক্ত হয়। এদের সরু লেজ ও পশম অন্যান্য প্রজাতিদের থেকে এদের আলাদা করে।[২]

বিস্তৃতি

সম্পাদনা

এদের দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায়। পশ্চিমঘাট পর্বতমালা, নীলগিরি পর্বত, মাদুরাই-এর উচ্চ তরঙ্গায়িত মালভূমি, আনাইমালাই পর্বত, কেরালা প্রভৃতি বিভিন্ন জায়গায় দেখা যায়। এছাড়া ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় দেখা যায়।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. IUCN। "Herpestes fuscus: Mudappa, D. & Jathanna, D."IUCN Red List of Threatened Speciesডিওআই:10.2305/iucn.uk.2015-4.rlts.t41612a45207051.en 
  2. A Field Guide to Indian Mammals by Vivek Menon