ভারতীয় কুস্তি পত্রিকা

ভারতীয় কুস্তি পত্রিকা (হিন্দি: भारतीय कुश्ती पत्रिका) হল কুস্তি নিয়ে প্রকাশিত একটি ভারতীয় মাসিক ক্রীড়া পত্রিকা। এটি ১৯৬২ সালের প্রথম দিকে রতন পাটোদি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ম্যাগাজিনের মূল লক্ষ্য হল ভারতীয় কুস্তির সাহিত্য সংরক্ষণ করা। প্রাচীনকাল থেকেই ভারতে কুস্তির প্রচলন রয়েছে। হিন্দু পুরাণে এই প্রাচীন ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য স্থান রয়েছে কারণ ভগবান হনুমান এবং ভগবান কৃষ্ণ কুস্তি (कुश्ती) করতে পছন্দ করতেন।

ভারতীয় কুস্তি পত্রিকা
ধরনমাসিক ম্যাগাজিন
প্রতিষ্ঠাতারতন পাটোদি
প্রধান সম্পাদকরতন পাটোদি
সহযোগী সম্পাদকনকুল পাটোদি
প্রতিষ্ঠাকাল১৯৬২
ভাষাহিন্দি
সদর দপ্তরইন্দোর
ওয়েবসাইটweb.archive.org/web/20110905125427/http://www.bhartiyakushti.com/

পাটোদি ম্যাগাজিনে কুস্তি সম্পর্কিত প্রতিটি সম্ভাব্য অংশ সংকলন করার চরম প্রচেষ্টা করেছেন। এই ম্যাগাজিনটি আজকের প্রথম শ্রেণীর কুস্তিগির এবং মহান গামা পালোয়ানদের মতো মহানদের কৃতিত্বের তথ্য সরবরাহ করে।

বহিঃসংযোগ সম্পাদনা