ভারতীয় ঔষধ পরিষদ (পিসিআই) হলোো ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে পরিচালিত একটি সংবিধিবদ্ধ সংস্থা।এটি ফার্মেসি আইন, ১৯৪৮ এর অধীনে গঠিত।[] কাউন্সিল প্রথম গঠিত হয় ৮ মার্চ ১৯৪৮ সালে।[] ড. মন্টুকুমার প্যাটেল নতুন সভাপতি নির্বাচিত হন।[][]

ভারতীয় ঔষধ পরিষদ
নীতিবাক্যकामये दुःखतप्तानां प्राणिनामार्तिनाशनम् (সংস্কৃত)
গঠিত৪ মার্চ ১৯৪৮; ৭৬ বছর আগে (1948-03-04)
ধরনসরকারী সংস্থা
আইনি অবস্থাসক্রিয়
উদ্দেশ্যফার্মেসির পেশা এবং অনুশীলনের নিয়ন্ত্রণ
সদরদপ্তরনতুন দিল্লি, ভারত
প্রেসিডেন্ট
মনটুকুমার প্যাটেল
ভাইস প্রেসিডেন্ট
প্রমোদ ইয়োলে
ওয়েবসাইটpci.nic.in

সদস্যরা

সম্পাদনা

ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতি পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত হয়। তিন ধরনের সদস্য সম্মিলিতভাবে পিসিআই এর একটি ফ্রেম গঠন করে

  1. নির্বাচিত সদস্য
  2. মনোনীত সদস্য
  3. পদাধিকারবলে সদস্য

উদ্দেশ্য

সম্পাদনা

পিসিআই এর উদ্দেশ্য হলো:-

  • দেশে ফার্মেসি শিক্ষা নিয়ন্ত্রণ করা।
  • ফার্মাসি আইনের অধীনে ফার্মাসিস্ট হিসাবে নিবন্ধনের অনুমতি দেওয়া।
  • ফার্মেসির পেশা ও অনুশীলন নিয়ন্ত্রণ করা।

পিসিআই এর প্রধান কাজ

সম্পাদনা

পিসিআই এর প্রধান কাজগুলো হলো:[]

  • ফার্মাসিস্ট হিসেবে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষার ন্যূনতম মান নির্ধারণ করা।(রেফারেন্স: ফার্মেসি আইনের ধারা 10)
  • ফার্মেসিতে শিক্ষা প্রদানের জন্য পিসিআই-এর অনুমোদন চাওয়া প্রতিষ্ঠানগুলি যে শর্তগুলি পূরণ করতে হবে তা নির্ধারণ করে শিক্ষা প্রবিধানের কাঠামো।(রেফারেন্স: ফার্মেসি আইনের ধারা 10)
  • সারাদেশে শিক্ষার মান অভিন্ন বাস্তবায়ন নিশ্চিত করা।(সূত্র : ফার্মেসি আইনের ধারা 10)
  • নির্ধারিত নিয়মের প্রাপ্যতা যাচাই করার জন্য ফার্মেসি আইনের অধীনে অনুমোদন চাওয়া ফার্মেসি প্রতিষ্ঠানের পরিদর্শন।(রেফারেন্স: ফার্মেসি আইনের ধারা 16)
  • ফার্মাসিস্টদের জন্য অধ্যয়ন ও পরীক্ষার কোর্স অনুমোদন করা অর্থাৎ ফার্মাসি কোর্স প্রদানকারী একাডেমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন।(সূত্র : ফার্মেসি আইনের ধারা 12)
  • অনুমোদন প্রত্যাহার করতে, যদি অনুমোদিত পাঠক্রম বা অনুমোদিত পরীক্ষা পিসিআই দ্বারা নির্ধারিত শিক্ষাগত মানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়।(রেফারেন্স: ফার্মেসি আইনের ধারা 13)
  • ফার্মাসি আইন প্রসারিত অঞ্চলের বাইরে প্রদত্ত যোগ্যতা অনুমোদন করা, অর্থাৎ বিদেশী যোগ্যতার অনুমোদন।(সূত্র : ফার্মেসি আইনের ধারা 14)
  • ফার্মাসিস্টদের কেন্দ্রীয় রেজিস্টার বজায় রাখা।(সূত্র : ফার্মেসি আইনের ধারা 15 এ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Pharmacy Council of India"www.pci.nic.in। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  2. Gopal, M. Sai। "Pharmacy Council notifies clinical pharmacist posts in hospitals"Telangana Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  3. "Pharmacy Council of India appoints Montubhai Patel as new President - Express Pharma"www.expresspharma.in। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০ 
  4. ruchika (২০২২-০৪-০৯)। "Pharmacy Council of India elects Montubhai Patel as new President"medicaldialogues.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০ 
  5. "Information published in pursuance of section 4(1) (b) of the Right to Information Act, 2005"। Pharmacy Council of India। ২০১৮-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৫