ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা

ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা (আরবি: بهندرية صديقية كامل مدرسة) ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার একটি আলিয়া মাদ্রাসা[] এটি ১৯৫৫ সালে ভান্ডারিয়া দরবার শরীফের পীর মাওলানা মোজ্জামেল হক কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[] বর্তমানে এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কামিল মাদ্রাসা। মাদ্রাসাটি ঢাকা খুলনা মহাসড়কের খানখানাপুর হতে দুই কিলোমিটার উত্তরে রাজবাড়ী জেলার সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া নামক গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এটি ভান্ডারিয়া মাদ্রাসা নামে পরিচিত। মাওলানা মোজ্জামেল হক নিজেই প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। মাদ্রাসাটি ফলাফলের দিক থেকে রাজবাড়ী জেলার শীর্ষ অবস্থানে থাকে।[][] মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম এরশাদ মোহাম্মাদ সিরাজুম্মুনির।

ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৫৫; ৬৯ বছর আগে (1955-01-01)
প্রতিষ্ঠাতামাওলানা মোজ্জামেল হক
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮,০০০
ঠিকানা, , ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
EIIN সংখ্যা১১৩৪৭৩
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৩৩০৪১২২৩০২
ওয়েবসাইটhttps://bsm.edu.bd/
http://113473.ebmeb.gov.bd/

ইতিহাস

সম্পাদনা

মাওলানা মোজ্জামেল হক হক ছিলেন একজন সমাজহিতৈষী শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি ফুরফুরা মাদরাসা ও পরে ছারছীনা মাদরাসা মাদ্রাসায় পড়াশোনা করে এলাকায় একটি মাদ্রাসা স্থাপনের কথা অনুভব করেন। সেই প্রেক্ষিতে তিনি ১৯৫৫ সালে একটি মক্তব হিসাবে মাদ্রাসাটির কার্যক্রম শুরু করেন। ফুরফুরা দরবার শরীফের পীর আবু বকর ছিদ্দিকী নামানুসারে মাদ্রাসার নামে সাথে সিদ্দিকীয়া রাখা হয়।[]

নামকরণের পরিবর্তনের ইতিহাস
সাল ব্যাপ্তি মাদ্রাসার নাম
১৯৫৫ - ১৯৬৩ ভান্ডারিয়া ছিদ্দিকীয়া ইসলামিয়া মাদরাসা
১৯৬৩ - ১৯৬৯ ভান্ডারিয়া ছিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা
১৯৬৯ - ২০১৬ ভান্ডারিয়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদরাসা
২০১৬ - বর্তমান ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা[]

এই মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যপারে মোজ্জামেল হককে অনেকে সাহায্য করেন। এদের মধ্যে ফুরফুরার পীর আবদুল হাই সিদ্দিকী, বাগেরহাটের পীর মাওলানা সিরাজুম্মুনীর, ওস্তাদ নিয়াজ মাখদুম খোতানী অন্যতম।[] এছাড়াও প্রতিষ্ঠাতার পিতা তাহের উদ্দীন মুনসী মাদ্রাসার জন্য প্রয়োজনীয় জমি দান করেন এবং প্রাথমিক অবস্থায় ফ্রিতে পাঠদান করতেন। প্রাথমিক অবস্থায় দুই কক্ষের একটি পাঠকাঠির ঘরের একটি কক্ষ মসজিদ অন্যটি মাদ্রাসা হিসাবে কার্যক্রম শুরু করা হয়। শুরুর দিকে তিনি এলাকার ছেলে-মেয়েদের কুরআন শিক্ষা দিতেন।

কার্যক্রম

সম্পাদনা

১৯৫৫ সালে মাদ্রাসা শুরু হবার পরে এটি তৎকালীন পাকিস্তান সরকার থেকে দ্রুতই অনুমোদন লাভ করে। এরপরে মাত্র ৬ বছর পরেই ১৯৬১ সালে দাখিল শ্রেণী ও ১৯৬৩ সালে আলিম শ্রেণীর অনুমোদন লাভ করে। এরপরে মাদ্রাসার অধ্যক্ষের প্রচেষ্টার ফলে ১৯৬৯ সালে মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল শ্রেণীর অনুমোদন লাভ করে। এরপরে ২০১০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের ২০০৬ সালের সংশোধনীতে ফাজিল মাদ্রাসা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তখন এই মাদ্রাসাও ইবির অধিভুক্তি লাভ করে। এরপর ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চালু হলে মাদ্রাসাটি কামিল শ্রেণীর অনুমোদন পায় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়।

মোজাম্মেল হক এই মাদ্রাসাটি, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিচালনার জন্য রিয়াজুল জান্নাত কমপ্লেক্স নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমেই মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে।

  1. ঢাকা খুলনা মহাসড়কের খানখানাপুর হতে দুই কিলোমিটার উত্তরে
  2. সর্বশেষ ২০১৬ সালের ১৪ নভেম্বরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবার সময় কামিল মাদ্রাসায় উন্নিত হয়, এবং সেই অনুসারে নাম পরিবর্তন করা হয়।
  3. এছাড়াও মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যান্যরা যারা সাহায্য করেছেন তারা হলো: ছারছিনা দরবার শরীফের পীর আবু জাফর মো. ছালেহ, ছারছিনা মাদরাসার অধ্যক্ষ তাজাম্মুল হোসাইন, শায়খুল হাদিস নিয়াজ মাখদুম তুর্কিস্তানী, আবদুস সাত্তার বিহারী এবং প্রতিষ্ঠাতার সহধর্মিনী মো’মেনা খাতুন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bhandaria Siddiquia S R Fazil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪ 
  2. "রাজবাড়ীর ভান্ডারিয়া দরবার শরীফের পীর মাওঃ মোজাম্মেল হকের ইন্তেকাল"দৈনিক মাতৃকণ্ঠ (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪ 
  3. সংবাদদাতা, রাজবাড়ী জেলা। "রাজবাড়ীতে দাখিল পরীক্ষার এবারো ভান্ডারিয়া সি: কামিল মাদরাসা শীর্ষে"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪ 
  4. "ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মাদ্রাসা রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা"matrikantha.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪ 
  5. "HISTORY OF BHANDARIA SI. KAMIL MADRASAH"113473.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪