পাঁচুরিয়া ইউনিয়ন
ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলার একটি ইউনিয়ন
পাঁচুরিয়া ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
পাঁচুরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৬নং পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পাঁচুরিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৭′৭″ উত্তর ৮৯°৪৩′৫″ পূর্ব / ২৩.২৮৫২৮° উত্তর ৮৯.৭১৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ফরিদপুর জেলা |
উপজেলা | আলফাডাঙ্গা উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬৫ |
সরকার | |
• চেয়ারম্যান | এস এম মিজানুর রহমান |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপাঁচুরিয়া ইউনিয়নের উত্তরে ময়না ইউনিয়ন, দক্ষিণে বানা ইউনিয়ন, পূর্বে গুনবহা ইউনিয়ন, পশ্চিমে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাপাঁচুরিয়া ইউনিয়ন ১৯৬৫ সালে গঠন করা হয়।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রামের সংখ্যাঃ ১৯ টি।
গ্রাম সমূহের নাম | ||
যোগীবরাট | উঃ চরনারানদিয়া | চরনারানদিয়া |
ধুলজুড়ী | চরপাঁচুড়িয়া | পাঁচুড়িয়া |
উঃ পাঁচুড়িয়া | দঃ পাঁচুড়িয়া | চরভাটপাড়া |
আখালীপাড়া | চরচাঁদড়া | চাঁদড়া |
ভাটপাড়া | দক্ষিণ ভাটপাড়া | দেউলী |
পশ্চিম চরনারানদিয়া | দক্ষিণ চরনারানদিয়া | নাটুরিয়া |
দোগাছী |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাপাঁচুরিয়া ইউনিয়নের আয়তন ১৩.০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা- ২৩৫০০ জন (২০১৮ সালের জন্ম নিবন্ধন অনুযায়ী)।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৫০%।
শিক্ষা প্রতিষ্ঠান
সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১০টি | ||
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | ১টি | ||
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | ২টি | ||
মাদ্রাসা | ৭টি |
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- এস এম মিজানুর রহমান
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | এম এম জালাল উদ্দিন আহমেদ | ১৯৭৩-১৯৭৭ |
০২ | এস এম আবুল কাশেম (তারা মিয়া) | ১৯৭৭-১৯৮৩ |
০৩ | মোঃ খলিলুর রহমান | ১৯৮৩-১৯৮৮ |
০৪ | এম এম জালাল উদ্দিন আহমেদ | ১৯৮৮-১৯৯২ |
০৫ | এস এম ওবায়দুর রহমান (জাফর মিয়া) | ১৯৯২-১৯৯৮ |
০৬ | এম এম জালাল উদ্দিন আহমেদ | ১৯৯৮-২৫ জুলাই ২০১১ |
০৭ | মঞ্জুরুল ইসলাম | ২৫ জুলাই ২০১১-১৭ জুলাই ২০১৬ |
০৮ | এস এম মিজানুর রহমান | ১৭ আগস্ট ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাঁচুরিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০।
- ↑ "আলফাডাঙা উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |