ভান্ডারিয়া পৌরসভা
ভান্ডারিয়া পৌরসভা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত ভান্ডারিয়া উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ২০১৫ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি "গ" শ্রেনীর পৌরসভা। নবগঠিত এ পৌরসভাটি পিরোজপুর জেলার চতুর্থ ও বরিশাল বিভাগের ২৬ তম পৌরসভা।
ভান্ডারিয়া পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ২০১৫ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
ভান্ডারিয়া পৌরসভা কার্যালয় |
ইতিহাস
সম্পাদনা২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মন্ত্রিসভার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর একটি সভায় ভান্ডারিয়াকে পৌরসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। [১][২] ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে ভান্ডারিয়াকে পৌরসভা ঘোষণা করা হয়। [৩][৪] উপজেলার ভান্ডারিয়া সদর ইউনিয়নের লক্ষিপুরা, ভান্ডারিয়া, কানুয়া, গাজীপুর এবং নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠীর একটি অংশ নিয়ে পৌরসভার সীমানা নির্ধারন করা হয়। [৫]
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনাভান্ডারিয়া পৌরসভার আয়তন ২,৯৪৪ একর। [৬] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ভান্ডারিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৮নং নির্বাচনী এলাকা পিরোজপুর-২ এর অংশ।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভান্ডারিয়া পৌরসভা এলাকার জনসংখ্যা ৫১,২৩৩ জন।
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
সম্পাদনা- হরিনপালা রিভারভিউ ইকো পার্ক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভান্ডারিয়া পৌরসভা, মুরাদনগর ভেঙে আলাদা থানা"। রাইজিংবিডি ডট কম। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "পৌরসভা হলো ভান্ডারিয়া"। নয়া দিগন্ত অনলাইন। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ ভান্ডারিয়া পৌরসভা গেজেট (পিডিএফ)। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বাংলাদেশ সরকার। ২২ সেপ্টেম্বর ২০১৫। পৃষ্ঠা ৭৮৬৭–৭৮৬৮। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "ভান্ডারিয়াকে পৌরসভা করায় আনন্দ মিছিল"। বাংলানিউজ২৪ ডট কম। ১৪ সেপ্টেম্বর ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "নয়া পৌরসভা ভান্ডারিয়া"। ১৪ সেপ্টেম্বর ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "ভান্ডারিয়াকে পৌরসভায় অনুমোদন করায় আনন্দ মিছিল"। দৈনিক আমার দেশ। ১৪ সেপ্টেম্বর ২০১৫। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।