ভাওয়াল রাজ্য
ভাওয়াল রাজবাড়ী অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য, বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ী।[১] এই রাজবাড়ীর আওতায় ভাওয়াল এস্টেট প্রায় ৫৭৯ বর্গমাইল (১,৫০০ কিমি২) এলাকা জুড়ে ছিল যেখানে প্রায় ৫ লাখ প্রজা বাস করতো। ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ও আরো দুই ভাই মিলে এই জমিদারীর দেখাশোনা করতেন। ১৯৫০-এর পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয়।[২] বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইতিহাস
সম্পাদনাসপ্তদশ শতাব্দীর শেষভাগে দৌলত গাজী ভাওয়ালের গাজী এস্টেটের জমিদার ছিলেন। বলরাম রায় ছিলেন দৌলত গাজীর দিওয়ান। রাজস্ব আদায়নীতি পরিবর্তনের ফলে ১৭০৪ সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মুর্শিদ কুলি খানের দ্বারা ভাওয়ালের জমিদার হিসেবে স্থাপিত হন। তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয়। ৪,৪৬,০০০ টাকায় নীল উৎপাদনকারী জে ওয়াইজের জমিদারি কেনার পর পরিবারটি সমগ্র ভাওয়াল পরগনার মালিক হয়।[৩] ১৮৭৭ সালে কালীপ্রসন্ন ঘোষ জমিদার রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর জন্য ভাওয়াল এস্টেটের দেওয়ান হন।[৪]
বংশ তালিকা
সম্পাদনা- বলরাম রায়
- কৃষ্ণদেব রায়চৌধুরী
- রামচন্দ্র রায়চৌধুরী
- নৃপতিসিংহ রায়চৌধুরী
- দেবনারায়ণ রায়চৌধুরী
- নারায়নচন্দ্র রায় চৌধুরী
- অমরেন্দ্র কুমার চৌধুরী
- যশোবন্ত কুমার চৌধুরী
- সত্যেন্দ্র কুমার চৌধুরী
- রাজা রাজেন্দ্র কুমার চৌধুরী
- রাজা বাহাদুর রণেন্দ্র কুমার চৌধুরী
- রাজা দেবেন্দ্র কুমার চৌধুরী
- রাজা মহেন্দ্র কুমার চৌধুরী
- রাজা রামেন্দ্রনারায়ণ রায়
জনপ্রিয় সংস্কৃতি
সম্পাদনাবিংশ শতকের প্রথম দিকে একটি বিখ্যাত মামলা হয়েছিল যা ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়কে ঘিরে ও ভাওয়ালের সন্ন্যাসী মামলা নামে খ্যাত।[৫] এছাড়া বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা নামের বাংলা ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল যার ঘটনা এই রাজবাড়িকেই ঘিরে। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রাজা রমেন্দ্রনারায়ণ রায়ের অন্তর্ধান, ফিরে আসা ও পরবর্তীতে চলমান ভাওয়ালের সন্ন্যাসী মামলার কাহিনির উপর ভিত্তি করে এক যে ছিল রাজা চলচ্চিত্রটি নির্মাণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Haunted Estate"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- ↑ Khan, Waqar A. (২০২১-০৯-২৭)। "Legacy of the Kumar of Bhawal"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২২।
- ↑ সিরাজুল ইসলাম (২০১২)। "ভাওয়াল এস্টেট"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ দুলাল ভৌমিক (২০১২)। "ঘোষ, রায়বাহাদুর কালীপ্রসন্ন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Khan, Waqar A. (২০১৮-১২-০৩)। "The Legendary Tale of The Bhawal Sannyasi"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২২।
আরো পড়ুন
সম্পাদনা- চ্যাটার্জি, পার্থ (২০০২-০৩-২৪)। A Princely Impostor?: The Strange and Universal History of the Kumar of Bhawal (ইংরেজি ভাষায়)। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 978-0-691-09031-3।
- চ্যাটার্জি, পার্থ (২০০৪)। A Princely Impostor?: The Kumar of Bhawal and the Secret History of Indian Nationalism (ইংরেজি ভাষায়)। পার্মানেন্ট ব্ল্যাক। আইএসবিএন 978-81-7824-084-8।