ভবানী শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

ভবানী শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের পঞ্চাশতম রাজা ছিলেন।

ভবানী শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১২৭১-১২৯০
পূর্বসূরিপ্রেম শেখর
উত্তরসূরিকল্যাণ শেখর
বংশধরকল্যাণ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাপ্রেম শেখর

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

ভবানী শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের উনপঞ্চাশতম রাজা প্রেম শেখরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি ১২৭১ খ্রিষ্টাব্দ হতে ১২৯০ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। কল্যাণ শেখর নামক তার এক পুত্র ছিল।[১]:৩৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
ভবানী শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রেম শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১২৭১-১২৯০
উত্তরসূরী
কল্যাণ শেখর