প্রেম শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

প্রেম শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের উনপঞ্চাশতম রাজা ছিলেন।

প্রেম শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১২৫৪-১২৭১
পূর্বসূরিবিশ্বম্ভর শেখর
উত্তরসূরিভবানী শেখর
বংশধরভবানী শেখর
অবনীন্দ্র শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাবিশ্বম্ভর শেখর

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

প্রেম শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের আটচল্লিশতম রাজা বিশ্বম্ভর শেখরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি ১২৫৪ খ্রিষ্টাব্দ হতে ১২৭১ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। ভবানী শেখর ও অবনীন্দ্র শেখর নামক তার দুই পুত্র ছিল।[১]:৩৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
প্রেম শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
বিশ্বম্ভর শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১২৫৪-১২৭১
উত্তরসূরী
ভবানী শেখর