ব্ল্যাক ফিউরি (চলচ্চিত্র)

ব্ল্যাক ফিউরি (ইংরেজি: Black Fury) হল মাইকেল কার্টিজ পরিচালিত ১৯৩৫ সালের মার্কিন অপরাধমূলক চলচ্চিত্র। মাইকেল এ. মুসমান্নোর ছোটগল্প জ্যান ভলকানিক ও হ্যারি আর. আরভিংয়ের নাটক বহাংক অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন আবেম ফিঙ্কেল ও কার্ল এরিকসন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পল মুনি, ক্যারেন মর্লি ও উইলিয়াম গার্গান।

ব্ল্যাক ফিউরি
ব্ল্যাক ফিউরি (চলচ্চিত্র) পোস্টার.jpg
পরিচালকমাইকেল কার্টিজ
প্রযোজক
রচয়িতা
  • আবেম ফিঙ্কেল
  • কার্ল এরিকসন
কাহিনিকারমাইকেল এ. মুসমান্নো
উৎসহ্যারি আর. আরভিং কর্তৃক 
বহাংক
শ্রেষ্ঠাংশে
  • পল মুনি
  • ক্যারেন মর্লি
  • উইলিয়াম গার্গেন
চিত্রগ্রাহকবাইরন হাস্কিন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকওয়ার্নার ব্রস.
মুক্তি
  • ১৮ মে ১৯৩৫ (1935-05-18)
দৈর্ঘ্য৯৪ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

চলচ্চিত্রটি ১৯৩৬ সালে ৮ম একাডেমি পুরস্কার আয়োজনে মুনি দাপ্তরিকভাবে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারে মনোনীত না হলেও লেখনীর ভোটে দ্বিতীয় স্থান অধিকার করেন, যা সে বছরে অনুমিত ছিল।[১][২]

কুশীলবসম্পাদনা

  • পল মুনি - জো রেডেক
  • ক্যারেন মর্লি - অ্যানা নোভাক
  • উইলিয়াম গার্গেন - স্লিম জনসন
  • বার্টন ম্যাকলেন - ম্যাকগি
  • জন কোয়ালেন - মাইক শেমান্‌স্কি
  • জে. ক্যারল নাইশ - স্টিভ ক্রোনার
  • ভিন্স বার্নেট - কুবান্দা
  • টুলি মার্শাল - টমি পুল
  • হেনরি ওনিল - জন ডব্লিউ. হেন্ড্রিকস
  • জোসেফ ক্রেহ্যান - জনি ফারেল
  • মে মার্শ - মিসেস ম্যারি নোভাক
  • স্যারা হ্যাডেন - সোফি শেমান্‌স্কি
  • উইলিয়াম রবার্টসন - মিস্টার জে জে ওয়েলশ
  • এফি এলস্লার - বুবিৎস্কা
  • ওয়েড বোটেলার - মুলিগান
  • এগন ব্রেচার - আলেক নোভাক
  • জি প্যাট কলিন্স - লেফটি
  • ওয়ার্ড বন্ড - ম্যাক
  • আকিম তামিরভ - সকল্‌স্কি
  • পার্নেল প্র্যাট - হেনরি বি জেনকিন্স
  • এডি শুবার্ট - বুচ

তথ্যসূত্রসম্পাদনা

  1. উইলি, মেসন; বোনা, ড্যামিয়েন (১৯৯৬)। Inside Oscar: The Unofficial History of the Academy Awards (৫ম সংস্করণ)। নিউ ইয়র্ক: ব্যালেন্টাইন বুকস। পৃষ্ঠা ১০০২, ১০৪৫। আইএসবিএন 978-0-34540-053-6ওসিএলসি 779680732 
  2. "The 8th Academy Awards - 1936"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা