ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান

ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang dpal ldan rgyal mtshan) (১৭০৮-১৭৫৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান ১৭০৮ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স (ওয়াইলি: khams) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্ক্রা-শিস-ছোস-স্ক্যাব্স (ওয়াইলি: bkra shis chos skyabs) এবং মাতার নাম ছিল ম্গোন-নে-মা (ওয়াইলি: mgon ne ma)। পাঁচ বছর বয়সে পঞ্চম পাঞ্চেন লামা তাকে ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা নামক ষষ্ঠ র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। পরের বছর থেকে দ্পা'-শোদ (ওয়াইলি: dpa' shod) বৌদ্ধবিহারে তার শিক্ষা শুরু হয়। বারো বছর বয়সে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে দোন-য়োদ-ম্খাস-গ্রুব (ওয়াইলি: don yod mkhas grub) এবং ব্লো-ব্জাং-স্ব্যিন-পা (ওয়াইলি: blo bzang sbyin pa) নামক ভিক্ষুর নিকট শিক্ষা লাভ শুরু করেন। ১৭২৮ খ্রিষ্টাব্দে সপ্তম দলাই লামা নির্বাসিত হলে তিনি তার সঙ্গে ম্গার-থার (ওয়াইলি: mgar thar) বৌদ্ধবিহার যান ও চার বছর ঐ স্থানে বসবাস করেন। ১৭৩১ খ্রিষ্টাব্দে পঞ্চম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৩৭ খ্রিষ্টাব্দ থেকে পরবর্তী দশ বছর তিনি খাম্স অঞ্চলের বিভিন্ন বিহারে শিক্ষাদান করেন। এরপর তিনি দলাই লামার নির্দেশে চীন যাত্রা করেন। চীন সম্রাট তাকে দ্গা'-ল্দান-ব্যিন-ছাগ্স-গ্লিং (ওয়াইলি: dga' ldan byin chags gling) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dorje, Sonam (এপ্রিল ২০১৪)। "The Seventh Tatsak Jedrung, Lobzang Pelden Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা
ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান
সপ্তম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং
উত্তরসূরী
য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো