ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা
ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা (ওয়াইলি: ngag dbang dkon mchog nyi ma) (১৬৫৩-১৭০৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত পরিচিতি
সম্পাদনাঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা ১৬৫৩ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স (ওয়াইলি: khams) অঞ্চলে লি-ছাব-দ্কার-ম্দো (ওয়াইলি: li chab dkar mdo) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আ-স্ন্যেদ (ওয়াইলি: a snyed) এবং মাতার নাম ছিল ত্সে-দ্বাং-ম্ত্শো (ওয়াইলি: tse dbang mtsho)। তিন বছর বয়সে তাকে ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ নামক পঞ্চম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। পরের বছর থেকে ম্খার-গ্সার-ব্ক্রা-শিস-রাব-ব্র্তান (ওয়াইলি: mkhar gsar bkra shis rab brtan) বৌদ্ধবিহারে তার শিক্ষা শুরু হয়। এগারো বছর বয়সে পঞ্চম দলাই লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। ১৬৬৮ খ্রিষ্টাব্দে তিনি সেরা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আট বছর ধরে শিক্ষা লাভ করেন। চব্বিশ বছর বয়সে পঞ্চম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি দ্পা'-শোদ (ওয়াইলি: dpa' shod) বৌদ্ধবিহারে তিন বছরের জন্য প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেন। ১৬৮০ খ্রিষ্টাব্দে তিনি বোশোক্তু জিনোং নামক এক মঙ্গোল রাজপুত্রের আমন্ত্রণে আমদো যাত্রা করে সেখানে সাত বছর ধরে বিভিন্ন ধর্মকেন্দ্রে শিক্ষাদান করেন। ১৬৮৯ খ্রিষ্টাব্দে তিনি তিব্বত সরকারের প্রতিনিধি হিসেবে খালকা ও ঐরাত নামক দুই মঙ্গোল ধর্মগোষ্ঠীর মধ্যে বিবাদের অবসান ঘটান। পরের বছর মাঞ্চু সম্রাট মঙ্গোলদের ব্যাপারে তার হস্তক্ষেপে বিরক্ত হয়ে তাকে বেইজিং প্রেরণ করেন। দ্বিতীয়বার বেইজিং শহরে অবস্থানকালে ১৭০৩ খ্রিষ্টাব্দে তার মৃত্যু হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dorje, Sonam (এপ্রিল ২০১৪)। "The Sixth Tatsak Jedrung, Ngawang Konchok Nyima"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
পূর্বসূরী ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ |
ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা ষষ্ঠ র্তা-ত্শাগ-র্জে-দ্রুং |
উত্তরসূরী ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান |