ব্যাঙ্গালোর–চেন্নাই এক্সপ্রেসওয়ে

ব্যাঙ্গালোর–চেন্নাই এক্সপ্রেসওয়ে বা রাষ্ট্রীয় এক্সপ্রেসওয়ে ৭ (এনই-৭) হল কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর ও তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহরের মধ্যে একটি প্রস্তাবিত ২৫৮ কিমি দীর্ঘ ও ৪-লেন চওড়া (৮-লেন পর্যন্ত সম্প্রসারণযোগ্য) প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এটি ব্যাঙ্গালোর মহানগর অঞ্চলের হোসকোট থেকে বৃহত্তর চেন্নাই মহানগর অঞ্চলের বাইরে শ্রীপেরুম্বুদুর পর্যন্ত বিস্তৃত। এই সড়কে যানবাহনকে ১২০ কিমি/ঘন্টা (৭৫ মাইল প্রতি ঘণ্টা) গতিতে চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।[১] এই এক্সপ্রেসওয়েকে ২০২১ সালের ১ জানুয়ারি রাষ্ট্রীয় এক্সপ্রেসওয়ে ৭ (এনই-৭) হিসাবে মনোনীত করা হয়।[২] মোট প্রকল্পের মূল্য প্রায় ₹১৮,০০০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাঙ্গালোর–চেন্নাই এক্সপ্রেসওয়ে
Map Bengaluru-Chennai Expressway.svg
পথের তথ্য
ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য২৫৮ কিমি (১৬০ মা)
অস্তিত্বকালমার্চ, ২০২৩ (প্রত্যাশিত)–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:হোসকোটে, ব্যাঙ্গালোর গ্রামীণ জেলা, কর্ণাটক
পূর্ব প্রান্ত:শ্রীপেরুম্বুদুর, কাঞ্চীপুরম জেলা, তামিলনাড়ু
অবস্থান
রাজ্যকর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু
নগরহোসকোটে, মালুর, বঙ্গারপেট, কোলার স্বর্ণখনি, ভেঙ্কটগিরিকোটা, পালামনের, বাঙ্গারুপালেম, চিত্তুর, রানিপেত, শ্রীপেরুম্বুদুর
মহাসড়ক ব্যবস্থা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Project report on Chennai Expressway may get ready by March"The Hindu। ২১ অক্টোবর ২০১১। ২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১ 
  2. Gazette notification dated 1 January 2021