ব্যাং-সেম্স-শেস-রাব-ব্জাং-পো

ব্যাং-সেম্স-শেস-রাব-ব্জাং-পো (ওয়াইলি: byang sems shes rab bzang po) (১৩৯৫-১৪৫৭) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) প্রতিষ্ঠাতা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ব্যাং-সেম্স-শেস-রাব-ব্জাং-পো ১৩৯৫ খ্রিষ্টাব্দে তিব্বতের স্বের-গ্শিস (ওয়াইলি: sber gshis) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্বে-দ্গে-স্তোং-দ্পোন-রি-লু (ওয়াইলি: sbe dge stong dpon ri lu) এবং মাতার নাম ছিল আ-স্ক্যিদ-মা (ওয়াইলি: a skyid ma)। সাত বছর বয়সে দে-ব্ঝিন-গ্শেগ্স-পা (ওয়াইলি: de bzhin gshegs pa) নামক পঞ্চম র্গ্যাল-বা-কার্মা-পা তাকে দীক্ষা প্রদান করেন। ছোস-র্জে-ছোস-দ্পাল-ব্জাং-পো (ওয়াইলি: chos rje chos dpal bzang po) এবং রিন-ছেন-দ্পাল-বা'ই-ম্খান-পো (ওয়াইলি: rin chen dpal ba'i mkhan po) নামক কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর দুই ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তেইশ বছর বয়সে তিনি লাসা যাত্রা করে ছয় বছর দ্গা'-ল্দান বৌদ্ধবিহার ও তিন বছর দ্রেপুং বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। এই সময় তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা, র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেনম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাংত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা তাকে লাম-রিম-ছেন-মো, মধ্যমককারিকা, বিমলপ্রভা, গুহ্যসমাজতন্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করেন। ১৪৩৭ খ্রিষ্টাব্দে তিনি শিষ্যদের অনুরোধে ঙ্গোম ও র্দ্জা নামক মেকং নদীর দুইটি উপনদীর সঙ্গমস্থলে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহার (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) প্রতিষ্ঠা করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (ফেব্রুয়ারি ২০১০)। "Jangsem Sherab Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৬ 
পূর্বসূরী
---
ব্যাং-সেম্স-শেস-রাব-ব্জাং-পো
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের প্রথম প্রধান
উত্তরসূরী
ছোস-দ্বাং-গ্রাগ্স-পা