বিমলপ্রভা
বিমলপ্রভা বা দ্রি-মেদ-'ওদ (ওয়াইলি: Dri med ‘od) কালচক্র তত্ত্বের লঘুতন্ত্রের ওপর রচিত টীকাভাষ্য বিশেষ।
সংক্ষিপ্ত বর্ণনা
সম্পাদনাশাম্ভালার রাজা মঞ্জুশ্রী যশস লঘুতন্ত্র রচনা করেন। পুন্ডরীক নামক শাম্ভালার অপর এক রাজা বিমলপ্রভা রচনা করেন। এই টীকাভাষ্যে সর্বপ্রথম হঠ যোগকে সংজ্ঞায়িত করা হয়।[১] তিব্বতী বৌদ্ধধর্মে কালচক্র সম্বন্ধে অনুশীলনের জন্য এই গ্রন্থ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ James Mallinson, "Sāktism and Hathayoga," 6 March 2012. <URL> ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১৩ তারিখে [accessed 10 June 2012] pgs. 2
আরো পড়ুন
সম্পাদনা- Kilty, G. Ornament of Stainless Light, Wisdom 2004, আইএসবিএন ০-৮৬১৭১-৪৫২-০
- Berzin, A. Taking the Kalachakra Initiation, Snowlion 1997, আইএসবিএন ১-৫৫৯৩৯-০৮৪-০ (available in German, French, Italian, Russian)
- Wallace, V.A. The Inner Kalacakratantra: A Buddhist Tantric View of the Individual Oxford University Press, 2001