ব্যাং-ছুব-ছোস-'ফেল

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ব্যাং-ছুব-ছোস-'ফেল (তিব্বতি: བྱང་ཆུབ་ཆོས་འཕེལওয়াইলি: byang chub chos 'phel) (১৭৫৬-১৮৩৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনসত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ব্যাং-ছুব-ছোস-'ফেল ১৭৫৬ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের লি-থাং নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্ক্রা-শিস (ওয়াইলি: bkra shis) এবং মাতার নাম ছিল মা-মো-ম্ত্শো (ওয়াইলি: ma mo mtsho)। ১৭৬৯ খ্রিষ্টাব্দে দ্কোন-ম্ছোগ-ছোস-ফেল (ওয়াইলি: dkon mchog chos 'phel) নামক এক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ দান করেন। ১৭৭৬ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ে ভর্তি হন এবং ছোস-দ্বাং-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: chos dbang rgya mtsho), সাংস-র্গ্যাস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: sangs rgyas rgya mtsho) প্রভৃতি পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। ১৭৭৯ খ্রিষ্টাব্দে ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এই সময় য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৭৯২ খ্রিষ্টাব্দে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে ভর্তি হন এবং শার-ছেন-ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস (ওয়াইলি: shar chen ngag dbang bkra shis), দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: dge 'dun tshul khrims), শার-পা-ব্লো-ব্জাং-ব্স্তান-পা (ওয়াইলি: shar pa blo bzang bstan pa), গুং-রু-ব্লো-ব্জাং-দোন-গ্রুব (ওয়াইলি: gung ru blo bzang don grub) প্রভৃতি বৌদ্ধ পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। ১৮০৯ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন। ১৮১১ খ্রিষ্টাব্দে তিনি নবম দলাই লামার শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৮১৬ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনসত্তরতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং সাত বছর এই পদে থাকেন। এই সময় তিনি দশম দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮২২ খ্রিষ্টাব্দে বিহারের প্রধানের পদ থেকে অবসর গ্রহণের পর তিনি ছু-ব্জাং (ওয়াইলি: chu bzang) বৌদ্ধ আশ্রমে বাকি জীবন অতিবাহিত করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-Ninth Ganden Tripa, Jangchub Chopel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৪ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স
ব্যাং-ছুব-ছোস-'ফেল
উনসত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল
পূর্বসূরী
---
ব্যাং-ছুব-ছোস-'ফেল
প্রথম খ্রি-ব্যাং রিন-পো-ছে
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ত্শুল-খ্রিম্স-দ্পাল-ল্দান