দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স
দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স (তিব্বতি: དགེ་འདུན་ཚུལ་ཁྲིམས, ওয়াইলি: dge 'dun tshul khrims) (১৭৪৪-১৮০৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঁয়ষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাদ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স ১৭৪৪ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলে র্গ্যাল-থাং (ওয়াইলি: rgyal thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্স্কাল-ব্জাং-স্ক্যাব্স (ওয়াইলি: bskal bzang skyabs) এবং মাতার নাম ছিল দোন-গ্রুব-দ্পাল-'দ্জোম (ওয়াইলি: don grub dpal 'dzom)। তেরো বছর বয়সে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হলে ব্লো-ব্জাং-স্ব্যিন-পা (ওয়াইলি: blo bzang sbyin pa) নামক বৌদ্ধ লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। পঁচিশ বছর বয়সে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৭৭৭ খ্রিষ্টাব্দে ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৮৩ খ্রিষ্টাব্দে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৭৯১ খ্রিষ্টাব্দে তাকে ছোস-'খোর-র্গ্যাল (ওয়াইলি: chos 'khor rgyal) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব প্রদান করা হয়। ১৭৯৪ খ্রিষ্টাব্দে তিনি 'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম (ওয়াইলি: 'jam dbyangs smon lam) নামক লামার সাথে চিং সম্রাট চিয়ানলোংয়ের দর্শন করতে বেজিং যান। ১৭৯৮ খ্রিষ্টাব্দে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধান পদে ও তারপরেই দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের পদে অধিষ্ঠিত হন। ১৮০১ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঁয়ষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং সাত বছর এই পদে থাকেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-Fifth Ganden Tripa, Gendun Tsultrim"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৫।
পূর্বসূরী ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস |
দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স পঁয়ষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স |