ঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স
ঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স (তিব্বতি: ངག་དབང་སྙན་གྲགས, ওয়াইলি: ngag dbang snyan grags) (১৭৪৬-১৮২৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছেষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স ১৭৪৬ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে ব্যা-খুং (ওয়াইলি: bya khyung) নামক স্থানে জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে স্থানীয় বিহারে ভর্তি হয়ে ঙ্গাগ-দ্বাং-দোন-গ্রুব (ওয়াইলি: ngag dbang don grub) নামক লামার নিকট দীক্ষালাভ করেন। ১৭৬৩ খ্রিষ্টাব্দে তিনি মধ্য তিব্বত যাত্রা করে সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার খুল্লতাত ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স নামক আঠান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা তাকে শিক্ষার্থীর শপথ ও ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৮১ খ্রিষ্টাব্দে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে ভর্তি হন। ত্শে-ম্ছোগ-গ্লিং (ওয়াইলি: tshe mchog gling) বৌদ্ধবিহারের প্রতিষ্ঠতা য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), 'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'phags pa dge legs rgyal mtshan) নামক চতুর্থ ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৭৯২ খ্রিষ্টাব্দে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধান পদে, ১৮০১ খ্রিষ্টাব্দে ম্ঙ্গা'-রিস-ম্থো-থিং (ওয়াইলি: mnga' ris mtho thing) বৌদ্ধবিহারের প্রধানের পদে এবং ১৮০৩ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের পদে অধিষ্ঠিত হন। ১৮০৭ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছেষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং সাত বছর এই পদে থাকেন। নবম দলাই লামা, দশম দলাই লামা, সপ্তম পাঞ্চেন লামা, ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang thub bstan 'jigs med rgya mtsho) নামক তৃতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa), কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা (ওয়াইলি: kun dga chos 'phags thub bstan nyi ma) নামক সপ্তম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che), ব্লো-ব্জাং-ত্শুল-খ্রিম্স-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa) নামক পঞ্চম র্জে-ব্ত্সুন-দাম-পা হো-থোগ-থু ওয়াইলি: rje btsun dam pa ho thog thu) তার উল্লেখযোগ্য ছাত্র ছিলেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-Sixth Ganden Tripa, Ngawang Nyendrak"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৫।
পূর্বসূরী দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স |
ঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স ছেষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী 'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম |