ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল (তিব্বতি: ངག་དབང་ཆོས་འཕེལ, ওয়াইলি: ngag dbang chos 'phel) (১৭৬০-১৮৩৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল ১৭৬০ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের 'দাম-গ্ঝুং (ওয়াইলি: 'dam gzhung) অঞ্চলের ফা-বোং-দ্কার-রি (ওয়াইলি: pha bong dkar ri) নামক স্থানে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আ-রা-দ্বু-র্গ্যান-স্রিন-থার (ওয়াইলি: a ra dbu rgyan srin thar) এবং মাতার নাম ছিল থাং-ব্জাং-ত্শে-রিং-ল্হা-মো (ওয়াইলি: thang bzang tshe ring lha mo)। কম বয়সে তিনি স্থানীয় এক ধ্নী পরিবারের পশুপালক হিসেবে কাজ করেন। বারো বছর বয়সে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন এবং দ্কা'-ব্চু-ব্লো-ব্জাং-দ্পাল-'ব্যোর (ওয়াইলি: dka' bcu blo bzang dpal 'byor) নামক এক ভিক্ষুর নিকট শিক্ষাগ্রহণ করেন। পনেরো বছর বয়সে য়ে-শেস-দ্পাল-'ব্যোর (ওয়াইলি: ye shes dpal 'byor) নামক এক ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ এবং পঁচিশ বছর বয়সে অষ্টম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এই সময় য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। আটচল্লিশ বছর বয়সে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৮২২ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সত্তরতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং সাত বছর এই পদে থাকেন। এই সময় তিনি দশম দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Seventieth Ganden Tripa, Ngawang Chopel"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৪।
পূর্বসূরী ব্যাং-ছুব-ছোস-'ফেল |
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল সত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী য়ে-শেস-থার-'দোদ |