বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

উথলী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

উথলী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/উথলী পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:১৬, ১২ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অযথা পাতা তৈরি করবেন না সম্পাদনা

আপনি একাধিকবার একই নিবন্ধের পুনঃনির্দেশ করছেন পাতা তেরি করে। এভাবে পাতা তৈরি করলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়েই কমপক্ষে ৮/১০টি পাতা তৈরি করতে হবে। দয়া করে এধরনের কাজ থেকে বিরত থাকুন - কেবলমাত্র ১টি নিবন্ধ থাকবে প্রতিটি বিষয়ে। Ashiq Shawon (আলাপঅবদান) ০৪:৪৬, ১২ মে ২০১৬ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।উত্তর দিন

উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Xublink নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। সাজিদ বার্তা ০৯:০৭, ১৩ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

একাধিক একাউন্ট ব্যবহার ও ভুল নামস্থানে পাতা সড়ানো সম্পাদনা

সুধী, দয়া করে উইকিপিডিয়াতে যেকোন একটি একাউন্ট ব্যবহার করুন। এটিসহ ব্যবহারকারী:Xublink একাউন্টটিও আপনার বলেই মনে হচ্ছে। এছাড়া, ব্যবহারকারী সম্পর্কে তথ্য সবসময় ব্যবহারকারী নামস্থানে থাকে সুতরাং মূল নামে ব্যবহারকারী পাতা স্থানান্তর করবেন না। কোন পশ্ন থাকলে আমার আলাপ পাতায় করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি শুধুমাত্র এই একাউন্টটি ব্যবহার করতে চায় এবং বাকি দুইটা একাউন্ট ডিলিট করতে চায়। ডিলিট এর প্রক্রিয়া জানা থাকলে জানানোর জন্য অনুরোধ করছি। Shohag Rana (আলাপ) ০৩:২২, ৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন