বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

অনুবাদ সম্পূর্ণ করা উচিত সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। আপনার জমা দেওয়া কানাডার ইতিহাসমালদ্বীপের ইতিহাস নিবন্ধ দুটির অনুবাদ সম্পূর্ণ নয়। আপনাকে একটু সময় ব্যয় করে অন্তত একটি নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ করার অনুরোধ করছি।--আফতাবুজ্জামান (আলাপ) ২১:২১, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান , সময় স্বল্পতার কারণে শুধুমাত্র মূল বিষয়গুলোর অনুবাদ করেছিলাম। আমি মান্নোয়নকৃত নিবন্ধ কানাডার ইতিহাস পুনরায় অনুবাদ ও সম্প্রসারণ করেছি, ধন্যবাদ।

সময় স্বল্পতার কারণে শুধুমাত্র মূল বিষয়গুলোর অনুবাদ করেছিলাম। আমি মান্নোয়নকৃত নিবন্ধ কানাডার ইতিহাস পুনরায় অনুবাদ ও সম্প্রসারণ করেছি, ধন্যবাদ। Wasif Raiyan (আলাপ) ১৫:০২, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কানাডার ইতিহাস সম্প্রসারণ করায় ধন্যবাদ। যেটুকু সম্প্রসারণ করেছেন তা পূর্ণ অনুবাদ না হলেও যথেষ্ট। তবে অনুবাদে বাক্যগঠন জাতীয় সমস্যা লক্ষ্য করছি। উদাহরণ হিসেবে আপনার লিখিত নিচের বাক্য খেয়াল করুন:
পূর্ব অ্যালগনকুইয়ান ভাষাগুলির স্পিকার কানাডার সামুদ্রিক অঞ্চলের মিক্কাক এবং আবেনাকি এবং সম্ভবত নিউফাউন্ডল্যান্ডের বিলুথুকের অন্তর্ভুক্ত।মৌখিক ঐতিহ্য অনুসারে, ওজীবা ও ওটাওয়া ও পোটাতাতোমি সহ 796 খ্রিস্টাব্দে ওজীবা তিনটি ফায়ার কাউন্সিল গঠন করেছিলেন।ইওকুইয়েসের পাঁচটি জাতি (হুডেনোসুনুনি) উত্তর নিউইয়র্কে কমপক্ষে ১000 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ছিল...
আপনিই বলুন, উক্ত বাক্যটি কি পড়তে স্বাভাবিক লাগছে? আপনাকে পুরো নিবন্ধটি পড়ে এই জাতীয় বাক্যগঠন সমস্যা ঠিক করতে অনুরোধ করছি। প্রয়োজনে ভাবানুবাদ করুন। নিজের মত করে বাক্য সাজান।--আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩২, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক কিছু সময় চাচ্ছি। Wasif Raiyan (আলাপ) ০৫:০৯, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যত সময় লাগে নিন। তাড়াহুড়ো করবেন না, তাহলেই দেখবেন কাজ সুন্দর হচ্ছে। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:০৪, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Wasif Raiyan,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন