কাগমারী গ্রাম ও ইতিহাস পর্ব

মে 2021 সম্পাদনা

  স্বাগতম, আমি Mtarch11উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড/উইজার্ড-উৎস পাতায় করা আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা দেখে মনে হচ্ছে তা পরীক্ষামূলক ছিল এবং তা বাতিল করা হয়েছে। আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। Mtarch11 (আলাপ) ০৩:০৪, ১৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ok Villagehistory1 (আলাপ) ০৪:৩৯, ১৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নামকরণ সম্পাদনা

প্রাচীন কিছু দলিল ও সুন্দরপুরের জমিদার বাড়িতে পাওয়া কিছু কাগজপত্র অনুযায়ী এই গ্রামের পূর্ব নাম ছিল বেড় কাগমারী। যদিও এই নামকরণের সঠিক কোন ইতিহাস জানা যায় নি তবুও জনশ্রুতি অনুযায়ী এখানে প্রচুর কাকের বাসা থাকত বলে এর নাম কাগমারী এবং চারিদিকে বাওড় দ্বারা বেষ্টিত থাকায় এই গ্রামের নাম বেড়কাগমারী হয়েছিল। Villagehistory1 (আলাপ) ০৩:৪২, ১৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ইতিহাস সম্পাদনা

কাগমারী গ্রামটি বতর্মানে মুসলিম প্রধান হলেও পূর্বে এটি ছিল হিন্দু গ্রাম। মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের আমলে পশ্চিমা দেশ থেকে ইসলাম প্রচারের জন্য এ এলাকায় আসেন দরবেশ সরদার চাঁদ খাঁ। তার সময় বহু নিন্ম বর্গিয় হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে। মগ ও পর্তুগীজরা চাঁদপুরে(কোটচাঁদপুর)বাণিজ্য করতে আসে। বিভিন্ন সময় তারা এখানে আক্রমণ করে লুটপাট করেন। তাদেরকে সাহায্য করতো কাগমারী ও সুন্দরপুরের কিছু হিন্দু। ১৬০৮ সালে বাদশা জাহাঙ্গীর মগ-ফিরিঙ্গী জলদস্যুদের দমন করতে ইসলাম খাঁ চিশতি নামের এক সাহসী সুবেদারকে চাঁদপুরে পাঠান।

ইসলাম খাঁ চিশতি এসে প্রথমে কাগমারীর হিন্দুদের উপর অত‍্যাচার চালাতে থাকে। ফলে বহু হিন্দু এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং বহু হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে।

কাগমারী গ্রামের প্রধান আকর্ষণ ছিল খেজুর গুড়। যার উপর ভিত্তি করে কোটচাঁদপুরে গড়ে উঠেছিল চিনি কল। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপিয়ান নাগরিক বেক নামের এক সাহেব এখানে একটি চিনিকল প্রতিষ্ঠা করেন। ১৮৪২ সালে এ চিনিকলটি নিউহাউসের মালিকানায় হস্তান্তরিত হয়। পরবর্তী সময়ে একাধিক চিনিকল প্রতিষ্ঠা করা হয়। ১৮৯০ সালে এখানে পুরোদমে চিনি কলগুলো ব্যবসা চালিয়ে যেতে থাকে। Villagehistory1 (আলাপ) ০৪:০০, ১৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রাচীন অধিবাসী ও জাতি সম্পাদনা

সুন্দরপুরের জমিদার বাড়ির দলিলপত্রে কাগমারী গ্রামের বেশ কয়েকটি জন জাতির কথা উল্লেখ রয়েছে। তাদের মধ্যে অন‍্যতম হল:

     . মালো
     . ঘোষ
     . কৈবত‍্য
     . সেন
     . পাল
     . কামার
     . চাড়াল(নমশূদ্র)
     . নওমুসলিম

এই গ্রামে কোন কালে ব্রাক্ষণ ছিলো বলে জানা যায় না। বর্তমানে ভারতের বর্ধমান জেলার কালনাই বসবাস কারি 100+ বয়সের এক ব‍্যাক্তির সাথে কথা বলে জানা যায় যে তিনি কাগমারী গ্রামে থাকতেন। তার কাছ থেকেই জানা যায় গ্রামে মূলত ক্ষত্রিয় মালো এবং মণ্ডল টাইটেলের চাড়ালদের আধিক্য ছিল। পরবর্তীকালে চাড়ালরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি এসব কথা তার দাদুর কাছ থেকে শুনেছে।

স্থানীয় জমিদারদের সাথে খাজনা নিয়ে মতো বিরোধ হলে এক গোষ্ঠীর মালোরা বিদ্রোহ করে ও জমিদারদের সেনার সাথে যুদ্ধ ঘোষণা করে। সেখানে একজন জমিদার ও তার পুত্রদের হত্যা করে সেই গোষ্ঠীর মালোরা পালিয়ে যায়। কিন্তু তাদের একঘর গ্রামে থেকে যায়। যারা এখনো বর্তমানে ঐ গ্রামেই বসবাস করছে। খোজ নিয়ে জানা যায় হরিচরণ, গৌর চরণ, শ্রীচরণ, ভগিরত, পাচু গোপাল, কিনারাম, বিকাশ, চিত্ত এনা তাদের বংশধর।


বতর্মানে গ্রামের স্থানীয় প্রাচীন অধিবাসীদের মধ্যে তিনটি পরিবার টিকে আছে। অপর দুটি হলো সর্দার বাড়ি ও দেব নারায়ন চন্দ্র( প্রধান শিক্ষক কাগমারী মাধ্যমিক বিদ‍্যালয়)। ভারতের মাজদীয়াতে বসবাস কারি কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা নারায়ন চন্দ্রের বংশের লোক। 1947 সালে দেশ ভাগের পরে তারা ভারতে চলে এসেছে। Villagehistory1 (আলাপ) ০৪:৩৬, ১৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Villagehistory1 পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে সম্পাদনা

 

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:Villagehistory1 পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ১০:৫২, ১৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন