প্রিয় TareqMahbub, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •   * Bangla script display help - Please follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



---রাগিব (আলাপ | অবদান) ২১:৩৯, ২৭ অক্টোবর ২০০৯ (UTC)

ফরম্যাটিং সম্পাদনা

ফরম্যাটিং এর জন্য এখানে দেখুন। সরাসরি HTML ট্যাগ এখানে ব্যবহার করা যাবে না, সেজন্য উইকির মার্কাপগুলো এখান থেকে, কিংবা সম্পাদনা বক্সের উপরের টুলবার থেকে ব্যবহার করুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪২, ২৭ অক্টোবর ২০০৯ (UTC)

সুপ্রিয় তারেক,

আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ। চালিয়ে যান। তবে একটু কষ্ট করে উপরের লিংকে গিয়ে উইকির ফরম্যাট অনুযায়ী লেখাগুলো পালটে দিতে হবে। এইচটিএমএল ট্যাগ এখানে ব্যবহার করা যাবে না। কোনো সমস্যা থাকলে এখানে জানান। --রাগিব (আলাপ | অবদান) ০০:৪০, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)

চিত্র আপলোড সম্পর্কিত কিছু পরামর্শ সম্পাদনা

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি কেবলমাত্র আপনার জন্য সাহায্য ও নীতিবার্তা। সাবধানতার সাথে ছবি বা চিত্র আপলোড করুন।চিত্র বা কোনো মিডিয়া আপলোড করার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনি উইকিপিডিয়া ছবি ব্যবহারের নীতি ভালো করে পাঠ করেছেন ও সেগুলিকে অনুসরণ করছেন। দয়া করে জেনে রাখুন আপনি যে চিত্র বা মিডিয়াকে ইন্টারনেটে পাবেন তার সত্ব সংরক্ষিত বা কপিরাইট যুক্ত এবং তা উইকিপিডিয়ায় আপলোড করার উপযুক্ত নয়। তাই কপিরাইট সংরক্ষিত ছবি বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপিরাইটকৃত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চাইছেন তা কি মুক্ত (Free)? ( যা আপনার ক্যামেরায় তোলা ও উইকিপিডিয়াতে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন বা ১০০ বছর আগের ছবি।) তবে দয়া করে উইকিমিডিয়া কমনসে অ্যাকাউন্ট তৈরী করে অথবা লগইন করে চিত্রটিকে সেখানে আপলোড করার চেষ্টা করুন।

{{Information
|Description=
|Source=
|Date=
|Author=
|Permission=
|other_versions=
}}

উইকিপিডিয়াতে চিত্র আপলোড অবশ্যই উৎস ও সারাংশ এবং কপিরাইট ট্যাগ ড্রপ-ডাউন মেনু থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। সেইগুলিকে যথাযত ঠিক করুন। সারাংশ বর্ণনা দেবার জন্য আপনাকে পাশের সারাংশ ফর্মটি কপি পেষ্ট করতে হবে আপলোডের সারাংশে। উইকিপিডিয়াতে বিভিন্ন প্রকারের সারাংশ ফর্ম আছে। এইটি একটি আদর্শ সারাংশ ফর্ম। আপনি ফাইল আপলোড করার সময় ব্যবহার করার চেষ্টা করুন যেখানে...

  • Description আপনার ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
  • Source উৎস হিসাবে ওয়েবলিঙ্ক দিন অথবা আপনার নিজের কাজ হলে লিখুন "নিজস্ব কাজ"
  • Date এই কাজে তৈরী অথবা প্রকাশের তারিখ দিন
  • Author এর প্রনেতার নাম দিন

উৎস-বিহীন ও কপিরাইট ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে (দ্রুত অপসারণ নীতিমালা মতে)। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে আরও কোন প্রশ্ন থাকে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় বা আমার আলাপ পাতায় জানান। আপনাকে আবার ধন্যবাদ।

--জয়ন্ত (আলাপ | অবদান) ০৪:৫৯, ৩ নভেম্বর ২০০৯ (UTC)

লাইসেন্স ট্যাগ সম্পাদনা

চিত্র:Titanic-p2.jpg থেকে আপনি আপনার আগের দেওয়া লাইসেন্স ট্যাগ মুছে ফেলেছেন কিন্তু নতুন কোনো লাইসেন্স ট্যাগ দেন নি। লাইসেন্সের তথ্যবিহীন বা অথরের তথ্যবিহীন চিত্র সরাসরি মুছে ফেলার বিষয়। তাই আশা করি বিষয়টি বিবেচনা করে দেখবেন, এবং সুনির্দিষ্ট লাইসেন্স ট্যাগটি যোগ করবেন। আর আপনার ছবি আপলোডের আগে উইকিমিডিয়া কমন্সে খুঁজে দেখতে পারেন যে, সেখানে আছে কি না। যদি থাকে তাহলে সকল উইকিমিডয়া প্রজেক্টে তা সরাসরি ব্যবহার করতে পারবেন, নতুন করে আপলোডের প্রয়োজন হবে না। কোনো সমস্যা আমার আলাপ পাতায় প্রশ্ন রাখুন। — তানভির আলাপ অবদান ০৬:৩১, ৩ নভেম্বর ২০০৯ (UTC)

কিছু পরামর্শ সম্পাদনা

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ।আপনার আপলোড করা চিত্রগুলি (দ্রুত অপসারণ নীতিমালা মতে) দ্রুত অপসারণ করা হবে। আমরা আপনাকে দ্রুত অপসারণ না করার কারণ এখানে বা সংশ্লিষ্ট চিত্র আলাপ পাতায় ব্যাক্ষা করতে অনুরোধ করছি। কোনো আপত্তি না আসলে চিত্রগুলি এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।আমরা আপনাকে commons:Category:RMS Titanic থেকে চিত্র ব্যবহারের অনুরোধ করছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৩৮, ৩ নভেম্বর ২০০৯ (UTC)

উইকি আসলে সবার সহযোগিতার মাধ্যমে লেখার জায়গা, তাই এখানে কিছু লিখলে সেটা অন্যরা পালটে দিতেই পারে, তা ধরে নিতে হবে। হীরক ভুক্তিটি তৈরীর জন্য ধন্যবাদ।

এখন আসা যাক, নিবন্ধের tone কী হবে, তা নিয়ে। বিশ্বকোষের সাথে ব্লগের একটু পার্থক্য আছে। বিশ্বকোষে তথ্য রাখাই বেশি দরকার। কোহিনুর হীরার ইতিহাসটি কোহিনুর নিবন্ধে দেয়াই ভালো। মূল হীরকের ভুক্তিতে তার উপরে বিশাল করে লেখার দরকার নেই। এক বাক্যে লেখাই যথেষ্ট।

ইংরেজি উইকির মতো করেই লিখতে হবে এমন কথা নেই। তবে যাই লিখুন, সেটা গল্পের ছলে লেখার চাইতে বিশ্বকোষীয় ধাঁচে লিখতে হবে। বিশ্বকোষে মানুষ আসে যেকোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহে। তাই তথ্যকে সূত্রসহকারে উপস্থাপন করাই সর্বোত্তম।

আপনার আগ্রহ ও অবদানের জন্য অনেক ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২০:০৬, ৪ নভেম্বর ২০০৯ (UTC)

তথ্যছক (Infobox) সম্পাদনা

আপনি ঠিক কোন বিষয়ের ইনফোবক্স টেমপ্লেট তৈরির কথা বলছেন? আসলে প্রায় সব বিষয়েরই একটা সুন্দর ইনফোবক্স টেমপ্লেট ইংরেজি উইকিতে পাওয়া যায়, আমরা ওটা জাস্ট এখানে কপি-পেস্ট করে দিলেই পারি। ওখানকার টেমপ্লেটের টেক্সট মার্কআপ গুলো এখানে কপি-পেস্ট করে আমাদের যা করতে হবে, তা হচ্ছে প্রদর্শনের লেখাগুলো বা লেবেলগুলো বাংলায় করা, প্যারামিটার ইংরেজিতে থাকলেই হবে। যেমন: হীরকের যে ইনফোবক্সটা এসেছে তা হচ্ছে টেমপ্লেট:তথ্যছক খনিজ সেখানে দেখবেন কতোগুলো বাংলা করা আছে, কতোগুলো নেই সেগুলোই বাংলা করতে হবে। তাহলে সকল টেমপ্লেটে ওগুলো বাংলায় আসবে। এখন টেমপ্লেট তৈরির ক্ষেত্রে যদি বাংলা উইকিপিডিয়ায় না থাকে, তবে ইংরেজি উইকিপিডিয়ার ঐ নিবন্ধের এডিট প্যানেলে গেলে ঐ ইনফোবক্সের টেমপ্লেটের নাম পাবেন, সেখান থেকে ঐ টেমপ্লেটে যান, টেমপ্লেট প্রোটেক্টেড হলে ভিউ সোর্সে ক্লিক করে কোডগুলো কবি করে এনে ঐ নামেরই একটি পাতায় সেগুলো পেস্ট করুন, সেভ করুন। হয়ে গেলো টেমপ্লেট তৈরি। এবার লেবেলগুলোয় শুধু বাংলা নাম ও নিক দিতে হবে। আরো কোনো প্রশ্নে আমায় জানান। প্রশ্নের জন্য ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৭:৩৫, ৫ নভেম্বর ২০০৯ (UTC)

সাহায্যের আবেদন সম্পাদনা

মাহবুব ভাই, ইংরেজি উইকিতে ঐ নিবন্ধটার এডিট ট্যাবে ক্লিক করলে দেখবেন তথ্যসূত্র দেওয়া নির্দিষ্ট বাক্যের পর লেখা শুরু হয়েছে <ref> বা <ref name= দিয়ে এবং শেষ হয়েছে </ref> বা /> দিয়ে। ঐ গুলোই তথ্যসূত্রের বাক্য। ঐ গুরো আপনি সরাসরি কপি করে এনে আপনার অনুবাদ করা বাক্যটির পাশে পেস্ট করে দিতে পারেন, এবং পরবর্তীতে বাংলাও করে দিতে পারেন। এছাড়া আপনি তথ্যসূত্র যোগ করার জন্য <ref>আপনার তথ্যসূত্র</ref> লিখেও তথ্যসূত্র যোগ করতে পারেন। এরপর এই তথ্যসূত্রগুলো দেখানোর উদ্দেশ্যে নিবন্ধের মূল অনুচ্ছেদগুলো শেষে একটা আলাদা শিরোনাম দিন == তথ্যসূত্র == এবং তার নিচে লিখুন {{reflist}}, ব্যস তাহলেই তথ্যসূত্রগুলো এই "তথ্যসূত্র" শিরোনামেই প্রদর্শন করবে।

আর যেগুলো ইংরেজি আসছে সেগুলোর জন্য ঐ টেমপ্লেটের ঐ ইংরেজি অংশগুলো বাংলায় লিখে দিতে হবে। যেমন: আপনি {{টেমপ্লেট:তথ্যছক খনিজ}}-এ গিয়ে সম্পাদনা ট্যাবে ক্লিক করুন। লেখার স্থানে দেখবেন কিছু কিছু বাংলায় লেখা শব্দ আছে, আর তার সর্ববামে আছে <td>; এখন এর পাশেই বাংলায় লেখা। এবার দেখুন এই <td> এর পাশে কোথায় কোথায় ইংরেজি লেখা, সেই ইংরেজিটা বাংলা করে দিলেই বাংলায় চলে আসবে। উদাহরণ স্বরূপ: <td>[[রাসায়নিক সংকেত]]</td> লেখা থাকায় তা বাংলায় আসছে; আবার <td>[[Dispersion (optics)|Dispersion]]</td> লেখা থাকায় অর্থাৎ বাংলায় না থাকায় তা আসছে ইংরেজি তে এখন আপনি [[]] বন্ধনীতে থাকা অংশটুকু বাংলায় লিখে সেভ করলেই আপনার মূল নিবন্ধসহ এই টেমপ্লেট যতোস্থানে ব্যবহৃত হয়েছে সবখানেই বাংলায় আসবে। তবে টেমপ্লেট এডিট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিৎ, ঠিক করলে তা যেমন, ঐ টেমপ্লেট যতো নিবন্ধে প্রযুক্ত সবজায়গায় ঠিক আসবে, ভুল করলে ভুলটাও কিন্তু আসবে। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৩:৪৮, ৬ নভেম্বর ২০০৯ (UTC)

জ্বি মাহবুব ভাই, দারুণ এডিট করেছেন "বিচ্ছুরণ".... এভাবে জানা থাকলে সামনের ইংরেজিগুলোও করে ফেলতে পারেন। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৪:৩৫, ৬ নভেম্বর ২০০৯ (UTC)
আশা করি তানভীরের দেওয়া উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ঢাকার বাইরে থাকার কারণে প্রশ্নের উত্তর যথাসময়ে দিতে পারিনি বলে দুঃখিত। প্রশ্নের জন্য আপনাকে এবং উত্তরের জন্য তানভীরকে ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৫, ৭ নভেম্বর ২০০৯ (UTC)

একটু সমস্যা - জবাব সম্পাদনা

জ্বি, বাংলা উইকিপিডিয়ায় শিরোনামটা বাংলা হওয়া উচিৎ, যদি তা বাংলা অনুবাদ করা না যায়, তবে প্রতিবর্ণীকরণ করতে হবে। CDMA, PDC এগুলো যেহেতু অনুবাদ করা যায় না, তাই এগুলো "সিডিএমএ", "পিডিসি" এভাবে লিখতে হবে, তারপর নিবন্ধের ভূমিকায় যখন পাশে লিখবেন সিডিএমএ (বোল্ড করে লেখেন না একবার, ঐটা) তখন পাশে লিখবেন "([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: CDMA বা Code division multiple access)"; তাহলে দেখাবে (ইংরেজি: CDMA বা Code division multiple access) - এরকম।

আর টুজি তে সরানোর জন্য পৃষ্ঠার উপরে ইতিহাস ট্যাবের পাশে একটা ডাউন অ্যারো চিহ্ন আছে না? ওটাতে ক্লিক করলে দেখবেন দুইটা অপশন আসে, একটা "সরিয়ে ফেলুন", আরেকটা "নজরে রাখুন"; এখন সরিয়ে ফেলুন-এ ক্লিক করলে একটা পেইজ আসবে, "যে পৃষ্ঠা সরানো হবে" "এই নতুন শিরোনামে", আর "কারণ" লেখা আছে। সেখানে নতুন শিরোনামের স্থানে নতুন শিরোনামটা (যেমন: টুজি) লিখে দিন। এরপর কারণটাও লিখে দিন, (যেমন: ভুল সংশোধন)। আর টুজি টা সরানোর আগে আপনি আলাপ পাতায়, আপনি সরানোর ব্যাপারে একমত হলে, সেটা লিখে দিলে প্রমাণ হিসেবে থাকলো। এই তো, আরো কিছু জানতে নিসংঙ্কোচে আমার আলাপ পাতায় প্রশ্ন রাখুন। — তানভির আলাপ অবদান ০৬:১৫, ৭ নভেম্বর ২০০৯ (UTC)

পৃষ্ঠা সরানো সম্পাদনা

মাহবুব ভাই, না বোঝাতে পারার জন্য দুঃখিত। আচ্ছা আপনি কী বেটা ব্যবহার করছেন? ওই যে, পৃষ্ঠার একেবারে ওপরে আপনার ইউজার অ্যাকাউন্ট নেমের পাশে লেখা আছে না, বেটা চেষ্টা করুন/বেটা ছেড়ে দাও-এগুলো? যদি বেটা না চালিয়ে থাকেন তবে দেখুন "ইতিহাস"-এর পরে একটা ট্যাব আছে, নাম "সরিয়ে ফেলুন"; ওটাতে ক্লিক করতে হবে। তারপর যা বলেছিলাম সেভাবে। তারপরেও যদি আপনি "সরিয়ে ফেলুন" ট্যাবটি খুঁজে না পান তবে মনে হয় আপনার অ্যাকাউন্টের বয়স ৪ দিন হয় নি। নাকি হয়েছে? আমার তো মনে হয় হয়েছে। দেখুন এবার না হলে বলুন।

টুজি/২ জি -এর ব্যাপারে আপনার মন্তব্যটি আলাপ:টু জি (2G) তে যোগ করার অনুরোধ, তাহলে সেখানে ইতিহাস থাকবে কেনো এটা টুজি-তে সরানো হলো। এর ফলে সামনের কেউ এ ব্যাপারে জানতে পারবে। তার তো আর আমাদের আলাপ পাতায় যে আলোচনা হয়েছে, তা জানার সম্ভাবনা কম, তাইনা? আপনি আমার আলাপ পাতায় দেওয়া মতটিই নিবন্ধটির আলাপ পাতায় দিন, আমি ওখানে আমার মত দিচ্ছি।

আরেকটা ব্যাপার, ইংরেজিতে কোনো কিছুর নাম পাশে লিখে এজন্য দেওয়া হয় যে, সেটির ইংরেজি বানানটি এবং অর্থটি কেমন, তা বোঝানোর জন্য; ইংরেজি উইকির ঐ নিবন্ধের লিঙ্ক দেবার জন্য নয়। ইংরেজি উইকির লিঙ্ক পৃষ্ঠার বাম পাশে "অন্যান্য ভাষাসমূহ" অংশেই থাকে। তাই সমস্যা হয় না। এজন্য ইংরেজি বানান দেওয়াটাই যথেষ্ট, সাথে প্রযোজ্য ক্ষেত্রে উচ্চারণ। যেমন: টুজি-তে আপনি রেডিওলিনজা-এর পাশে ব্র্যাকেটে ইংরেজি উইকির লিঙ্কসহ রেডিওলিনজা লিখেছেন, সেটির প্রয়োজন নেই। শুধু বানানটা ইংরেজিতে লিখে দিলেই হবে। ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ০৮:৪৩, ৭ নভেম্বর ২০০৯ (UTC)

কি অবস্থা খোজখবর কি? সম্পাদনা

অনেক দিন দেখা নাই, কোথায় অাছেন? --ArifMahmud (আলাপ) ০৯:৩৮, ১১ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Talkback সম্পাদনা

সুপ্রিয়, TareqMahbub। Wikitanvir-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৯:২০, ২৩ মার্চ ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

নাসির খান সৈকতআলাপ ১৯:২০, ২৩ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন


বুট লোডার নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৪, ৭ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন সম্পাদনা

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৬, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ সম্পাদনা

সুপ্রিয় TareqMahbub, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:০৬, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন