স্বাগতম সম্পাদনা

প্রিয় Tanveer Islam, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --Ragib 03:25, ১ এপ্রিল ২০০৬ (UTC)


প্রিয় রাগিব, তোমাকে ধন্যবাদ। --Tanveer Islam 08:22, ১ এপ্রিল ২০০৬ (UTC)

You are always welcome. I shall try to make more inputs in the article. bye--Dwaipayanc 08:11, ৬ এপ্রিল ২০০৬ (UTC)

Thankyou so much for your help in translating this article: সত্য যীশু গীর্জা. It is gratefully appreciated. -- Joseph, 04:51 সোমবার ২৪ এপ্রিল ২০০৬ (UTC)

টর্নেডো সম্পাদনা

আপনার এই লেখাটি খুব ভাল হচ্ছে। নিবন্ধের অনুবাদ শেষ করে ফেলার পর সার্বিক ফরম্যাটিংয়ে আপনাকে সাহায্য করার ইচ্ছা আছে। আশাকরি শীঘ্রই শেষ করে ফেলবেন। আর একটি পরামর্শ, আপাতত ইংরেজি লেখাগুলো লুকিয়ে রাখুন, অর্থাৎ আগের মত কোড দিয়ে দিন যাতে প্রদর্শন না করে। ধন্যবাদ আপনাকে। -- মুহাম্মদ ০৬:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)


ধন্যবাদ। কিছুদিনের মধ্যেই অনুবাদ শেষ হয়ে যাবে আশা করছি। তখন আসলেই ফরম্যাটিংয়ে সহায়তা প্রয়োজন। ইংরেজী লেখাগুলো লুকিয়ে রাখার উপায় জানি না। থাকলেও মনে হয় অসুবিধা নেই। আমি এক একটি প্যারা অনুবাদের পর ইংরেজীগুলো মুছে দিচ্ছি। Tanveer Islam ০০:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

ফের একটিভ হওয়ার জন্য অভিনন্দন সম্পাদনা

আবার একটিভ হয়ে ওঠার জন্য অভিনন্দন। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য দেশে অনেক এক্সপার্ট দরকার। ফেরার কোন পরিকল্পনা আছে কী? Munirhasan ১৬:১৮, ১ এপ্রিল ২০০৮ (UTC)

মুনির ভাই, ধন্যবাদ। ফেরার ইচ্ছে আছে, আপাতত কোন পরিকল্পনা করি নি এখনো! Tanveer Islam ১৯:১৩, ১ এপ্রিল ২০০৮ (UTC)

টর্নেডো সম্পাদনা

অভিনন্দন, অনুবাদ শেষ করে ফেলার জন্য। আমি প্রথমেই এটিকে প্রস্তাবিত ভাল নিবন্ধ হিসেবে মনোনয়ন দিচ্ছি। সাথে সাথে পর্যালোচনা এবং ফরম্যাটিং শুরু করছি। আশা করছি অচিরেই ভাল নিবন্ধ মানে নিয়ে আসা যাবে নিবন্ধটিকে। -- মুহাম্মদ ১১:২০, ২ এপ্রিল ২০০৮ (UTC)

অভিনন্দন। একটু দেরী করে ফেললাম। টর্নেডোকে নির্বাচিত করতে কী কী করতে হবে? সময় থাকলে রবীন্দ্রনাথের অনুবাদে যোগ দিতে পারেন। ২৫ বৈশাখের আগে যদি সেটিকে নির্বাচিত করা যায় তাহলে সেটি হবে এক পরম পাওযা। ফের অভিনন্দন। Munirhasan ১৫:৫৫, ১৯ এপ্রিল ২০০৮ (UTC)
ধন্যবাদ। রবীন্দ্রনাথের অনুবাদে যোগ দিলাম। ব্যস্ততার জন্য একটু দেরী হয়ে গেল!

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Tanveer Islam,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Tanveer Islam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন