বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অ্যানাইসোগ্যামি নিবন্ধটি অনুবাদ সম্পর্কে সম্পাদনা

@TalaKha355, আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য প্রথমেই জানাই অসংখ্য সাধুবাদ ও অভিনন্দন। দেখলাম আপনি অ্যানাইসোগ্যামি নিবন্ধটি তৈরি করেছেন। নিবন্ধে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ২/১ একটি সমস্যা লক্ষ্য করলাম। যেমন:

  1. যান্ত্রিক অনুবাদ : আপনি অনুবাদ করার সময় গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, তবে অনুবাদ শেষে একবার নিজে পড়ে দেখবেন অনুবাদ ঠিক আছে কি না।
  2. তথ্যসূত্র যোগ : তথ্যসূত্র সবসময় নিবন্ধে ভিতরে <ref></ref> এর মধে লিখতে হয়। এরপর নিবন্ধের শেষে {{সূত্র তালিকা}} লেখাটি যোগ করলে তথ্যসূত্রগুলো সংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। আপনার আলাদাভাবে যুক্ত করতে হবে না। আরও জানতে উইকিপিডিয়া:টিউটোরিয়াল (উৎস নির্দেশ) পাতাটি দেখুন।

অন্য যেকোনো সহযোগিতার জন্য আপনার মেন্টরকে বলতে পারেন অথবা আমার আলাপ পাতায়, বা যেকোনো অভিজ্ঞ উইকিপিডিয়ান্দের আলাপ পাতায় বার্তা দিতে পারেন। ধন্যবাদ -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:২৫, ১১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় TalaKha355,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন