বট ট্রান্সলেটর সম্পর্কে পরামর্শ

সম্পাদনা

প্রিয়, প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি ক্লাউড অ্যাটলাস (উপন্যাস)‎ নিবন্ধ নিয়ে কাজ করায় আপনাকে ধন্যবাদ। তবে আমার মনে হয় আপনি লাইন অনুবাদের ক্ষেত্রে সরাসরি গুগল ট্রান্সলেটর থেকে তুলে দিয়েছেন (আমার ভুলও হতে পারে)। আসলে বিভিন্ন সময় ট্রান্সলেটরের সাহায্য প্রয়োজন পরে কিন্তু আপনাকে সেটি চেক করে দেখতে হবে বাক্যের ভাবার্থ সত্যি নিবন্ধের সাথে মিলছে কিনা। যেমন ধরেন, আপনি He was a great scientist বাক্যটি অনুবাদ করবেন। এটি গুগল ট্রান্সলেটরে দিলে তিনি একটি মহান বিজ্ঞানী ছিল এরকম আসবে। আসলে কিন্তু হওয়া উচিত ছিল, তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। যাইহোক, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় গুগল ট্রান্সলেটর থেকে সরাসরি ট্রান্সলেট করে কিছু যুক্ত না করাই ভাল। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৮, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ জানানোর জন্য ধন্যবাদ। না, অামি গুগল ট্রান্সলেটর ব্যবহার করিনি এবং সেভাবে লেখার কোন ইচ্ছে নেই। উপন্যাসটি অামার ভাল লেগেছিল অার বাংলা উইকিপিডিয়ায় কিছু অবদান দেওয়ার জন্য মনে একটা টান ছিল তাই নিবন্ধটি লিখলাম। মনে হয় লেখাটি অাপনার পছন্দ হয় নি তাই অাপনার এরকম মনে হয়েছে। একটু অাশাহত হলাম। সুজয় (আলাপ) ১৮:০৬, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আমি অত্যন্ত দুখি:ত। আসলে আপনাকে কষ্ট দিতে বার্তাটি দেইনি, আসলে নিবন্ধে অনেক ইংরেজি শব্দ রয়েছে যেগুলোর যথাযথ বাংলা করা হয়নি তাই আমার এমনটি মনে হয়েছে, এগুলো সংশোধ করলে সবদিক দিয়েই দেখতে সুন্দর লাগবে। আসলে নতুন কেউ উইকিতে আসলে মন থেকেই তাকে সাহায্য করার একটা টান অনুভব করি যাতে ভবিষ্যতে তিনি সবকিছু ঠিকঠাকমত করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আশাহত করতে চাইনি। আপনার অবদানকে শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন, আর আশা করি উইকিতে নিয়মিত থাকবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৬, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
অাশা দেওয়ার জন্য ধন্যবাদ। অাপনি এবং অন্যান্য বাংলা উকিপিডিয়ানদের জন্য অামার মনে গভীর শ্রদ্ধা রয়েছে কারণ বাংলা ভাষাটা অামার বড় পছন্দের(, হয়তো মাতৃভাষা হওয়ার জন্যই)। অাপনার কথাটা খেয়াল থাকবে। --সুজয় (আলাপ) ১৮:২৮, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আকারমাত্রিক স্বরলিপি

সম্পাদনা

আকারমাত্রিক স্বরলিপি নিবন্ধের জন্য ধন্যবাদ। খুব ভাল কাজ হয়েছ, পারলে এইটিকে আরও উন্নত করুন। সাথে যদি পারেন তো, Swaralipi ইংরেজি নিবন্ধে কিছু লিখলেও ভাল হয়। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:৩২, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন