বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

~ Laisur W ∎∎ (আলাপ📩) ১৯:৫২, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম বাংলায় দেয়া প্রয়োজন সম্পাদনা

সুপ্রিয়, যখন অনুবাদ করেন, তখন বাম দিকে উপরে শিরোনাম ঘরে নিবন্ধের নামটি বাংলায় লিখতে ভুলবেন না। যেমন: Concrete mixer না লিখে কংক্রিট মিক্সার লিখুন। আর "স্ট্রাকচারাল/অবকাঠামো প্রকৌশলের ইতিহাস" নামে যে নিবন্ধ অনুবাদ করছেন, তার শিরোনাম "অবকাঠামো প্রকৌশলের ইতিহাস" লিখুন। ধন্যবাদ। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪০, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিক অনুবাদ সম্পাদনা

Shoebahmad165, শুভেচ্ছা নেবেন। আপনি বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদ করে নিবন্ধ তৈরি করছেন, এজন্য ধন্যবাদ জানাই। তবে আপনার অনুবাদ করা কিছু নিবন্ধের ভাষা যান্ত্রিক, কারণ অনুবাদ সরঞ্জাম বা গুগল ট্রান্স্লেট সরাসরি ব্যবহার করলে তা বোধগম্য হয় না। অনুবাদের সময় ভাষা যেন বোধগম্য থাকে সেটা লক্ষ্য রাখবেন, এজন্য প্রতিটি বাক্যেরই হয়তো কিছু পরিবর্তন করার প্রয়োজন হ্তে পারে। আপনার প্রতি অনুরোধ থাকবে, অবকাঠামো প্রকৌশলের ইতিহাস নিবন্ধটি নিজে পড়ে যান্ত্রিক ভাষার অংশগুলো বোধগম্য ভাষায় লেখা। নাহলে যান্ত্রিক ভাষায় লেখা নিবন্ধ অপসারণের জন্য বিবেচিত হ্তে পারে। ― অংকন (আলাপ) ১৪:৫৯, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৮ সম্পাদনা

দয়া করে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৮ অনুবাদ করবেন না। অন্য একজন এটি ইতোমধ্যে পুরো অনুবাদ করেছে। দয়া করে আপনি দ্বিতীয়বার অনুবাদ করবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অবকাঠামো প্রকৌশলের ইতিহাস নিবন্ধও না অনুবাদ করার অনুরোধ করছি। এটিও আরেকজন ব্যক্তি সম্পন্ন করেছে। দয়া করে আপনি দ্বিতীয়বার অনুবাদ করবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দুঃখিত, আপনি কি নিশ্চিত? আমি কেবল আমার অনুবাদটিই দেখতে পেয়েছি। Shoebahmad165 (আলাপ) ১৯:১৩, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে আমার করণীয় কি? Shoebahmad165 (আলাপ) ১৯:১৫, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৮অবকাঠামো প্রকৌশলের ইতিহাস নিবন্ধ দুটি যে অন্য কেউ অনুবাদ করেছে এই ব্যপারে আমি নিশ্চিত। যেহেতু অনুবাদ হয়েছে, আপনি কষ্ট করে বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ ব্যবহার করে এই নিবন্ধ দুটি আর অনুবাদ করিয়েন না। আপনার করণীয় হল: আপনাকে এই নিবন্ধ দুটি নিয়ে আর কিচ্ছু করতে হবে না। আপনি অন্য কোন নিবন্ধ অনুবাদ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩১, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জলবায়ুর পক্ষে উইকি পদক সম্পাদনা

  জলবায়ুর পক্ষে উইকি পদক
প্রিয় Shoebahmad165,
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘মানবাধিকারের পক্ষে উইকি’ শীর্ষক বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সমৃদ্ধ করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:৪০, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Shoebahmad165,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন