বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

March 2020 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি ZI Jony। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ধ্রুব জ্যোতির্ময় গোপ-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৪:৫৬, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি করেছেন ধ্রুব জ্যোতির্ময় গোপ-এ। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারন হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। জনি (আলাপ) ১৪:৫৯, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আচ্ছা এখানে কি সমস্যা আছে ? কোন বিষয়ে সমস্যা একটু বলুন

আপনার সম্পাদনা প্রসঙ্গে সম্পাদনা

আলাপ পাতায় বার্তা প্রদান সম্পাদনা

@Shoaibpatwary: ভাইয়া, আপনার ব্যবহারকারী পাতায় অন্য কাউকে বার্তা দিতে {{প্রত্যুত্তর|ব্যবহারকারী নাম}} এই ট্যাগটি ব্যবহার করুন। তাহলে যাকে বার্তা দিচ্ছেন সে একটি নোটিফিকেশন পাবে। অন্যথায় সে জানতে পারবে না যে আপনি তাকে কিছু বলেছেন। (যেমন: উপরে বার্তা প্রদানকারীকে কিছু বলতে {{প্রত্যুত্তর|ব্যবহারকারী:ZI Jony}} লিখবেন। তা না করায় উনি সম্ভবত আপনার বার্তাটি এখনো দেখতে পারেননি।) আর, বার্তার শেষে চারটি ~ চিহ্ন টাইপ করবেন। এতে আপনার নাম, বার্তা প্রদানের তারিখ ও আন্তর্জাতিক সময় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।
-গোলাম মুকিত(আলাপ)২২:২১, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"ধ্রুব জ্যোতির্ময় গোপ" পাতা সম্পর্কে সম্পাদনা

আপনি ধ্রুব জ্যোতির্ময় গোপ নামে যে পাতাটিতে সম্পাদনা করেছেন তা উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করেনি বলে এক বা একাধিক ব্যবহারকারী মত দিয়েছেন। আপনার যদি মনে হয় যে, নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার উপযোগী; তাহলে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ধ্রুব জ্যোতির্ময় গোপ পাতায় আপনার বক্তব্য লিখুন। অন্য ব্যবহারকারীর মন্তব্য মুছে ফেলবেন না। আর আলোচনা শেষ হওয়ার আগে পাতা থেকে ঐ অংশটি মুছে ফেলবেন না। ধন্যবাদ।
-গোলাম মুকিত(আলাপ)২২:২১, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন