বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

স্প্যামিং সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াকে আপনার ওয়েবসাইটের / অ্যাপের প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করবেন না। — AKanik 💬 ০৭:২৯, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে এটিকে আমার অ্যাপ্লিকেশন বলবেন না। এই অ্যাপ্লিকেশনটিতে যুক্ত আছেন কয়েক হাজার তারকেশ্বরবাসি এবং তারা নিজেদের সার্ভিস এই অ্যাপের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন সকলের কাছে। সকলে একত্রিত প্রয়াসের মাধ্যমে এটি তৈরি হয়েছে। প্রায় সমগ্র তারকেশ্বরের ভার্চুয়াল একটি প্রতিচ্ছবি এই অ্যাপ। যেভাবে আমরা ক্রমাগত সম্পূর্ণ ডিজিটাল সভ্যতার মধ্যে এগিয়ে চলেছি সেখানে তারকেশ্বরের মতন একটি টায়ার তিন শহরে এরকম পরিবর্তন উইকিপিডিয়ায় নিবন্ধ করা তাৎপর্যপূর্ণ। সেই জন্যই এটি কোন প্রচার নয়, শুধুই কিছু তথ্যের সংযুক্তকরন এবং উদ্যোক্তাদের প্রতি যোগ্য সম্মান প্রদান। ShivaDamru (আলাপ) ০৭:৪৮, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, আপনার অ্যাপ নয়। তবে নিবন্ধটি স্থান সম্পর্কে, সেখানে কোনো প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হলেও তা সম্পর্কে সর্বোচ্চ একদুই লাইন থাকতে পারে, নিরপেক্ষভাবে, বিজ্ঞাপনের মত করে নয়, লেখার মাঝে লিংক দিয়ে নয়। উল্লেখযোগ্য না হলে উল্লেখ থাকবে না। উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতা নির্ধারণ করতে হবে স্বাধীন ও নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা। জরিপ করে দেখা গ্রহণযোগ্য নয়, কারণ প্রাথমিক উৎস দ্বারা যাচাই করে না। তাই নির্ভরযোগ্য সংবাদপত্র বা এরকম উৎস তথ্যসূত্র হিসেবে দিয়ে উল্লেখযোগ্যতা প্রমাণ করুন। আর লক্ষ্য রাখবেন, উইকিপিডিয়া তথ্যের জন্য, প্রচারমাধ্যম বা সম্মান প্রদর্শনের জন্য নয়। — AKanik 💬 ০৮:০৬, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সতর্কবার্তা: নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া এসব প্রচারণামূলক তথ্য যোগ করা থেকে বিরত থাকুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৬, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন