Sekander Badsha
সুপ্রিয় Sekander Badsha! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৮:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি) |
মাইক্রোটিক প্রসঙ্গে
সম্পাদনাআপনাকে উইকিপিডিয়ায় আবারো স্বাগতম। আপনি সম্প্রতি মাইক্রোটিক নিবন্ধের অনুবাদের কাজ শুরু করেছেন। চালিয়ে যান। আমি শুধু একটি ব্যাপারে সর্তক করছি। কোন নিবন্ধে কাজ করা অবস্থায় নিবন্ধের উপরে {{কাজ চলছে}} টেমপ্লেটটি ব্যবহার করবেন তাহলে যে কেউ বোঝতে পারবে আপনি এখনো নিবন্ধটিতে কাজ করছেন। কাজ শেষে হলে ট্যাগটি সরিয়ে দেবেন। আরো একটি কথা, আপনি ইংরেজি টেক্সট বাংলা উইকিতে সংরক্ষনের পূর্বে সবচেয়ে ভাল হয় যদি এমএস ওয়ার্ডে অনুবাদ করে তারপর উইকিতে সংরক্ষণ করেন। কারণ বাংলা উইকিতে ইংরেজি টেক্সট দেখতে খারাপ লাগছে, তাই যত দ্রুত সম্ভব অনুবাদ করুন। আপনার সম্পাদনা শুভ হোক। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫৭, ২ আগস্ট ২০১৩ (ইউটিসি)
ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল নিবন্ধটির মান উন্নয়ন প্রসঙ্গে
সম্পাদনাউইকিপিডিয়াতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় ২৭ দিন আগে আপনি ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল নিবন্ধটি মান উন্নয়নের কাজ শুরু করেন, এবং কাজ চলছে টেমপ্লেট যুক্ত করেছেন। কিন্তু গত ২৭দিনে আপনি এই নিবন্ধ কোন ধরনের সম্পাদনা করেননি।
নিবন্ধটিতে পর্যাপ্ত তথ্য সংযোজনের পর দ্রুত কাজ চলছে টেমপ্লেটটি অপসারনের অনুরোধ করছি। --নাসির খান সৈকত • আলাপ • ১৭:১৫, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)