যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৫, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বট ট্রান্সলেটর সম্পর্কে পরামর্শ

সম্পাদনা

প্রিয়, প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি অ্যানোনিমাস‎ নিবন্ধ নিয়ে কাজ করায় আপনাকে ধন্যবাদ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনার সম্পাদনাটি বাতিল করা হয়েছে। কারণ, আপনি লাইন অনুবাদের ক্ষেত্রে সরাসরি গুগল ট্রান্সলেটর থেকে তুলে দিয়েছেন (আমার ভুলও হতে পারে)। আসলে বিভিন্ন সময় ট্রান্সলেটরের সাহায্য প্রয়োজন পরে কিন্তু আপনাকে সেটি চেক করে দেখতে হবে বাক্যের ভাবার্থ সত্যি নিবন্ধের সাথে মিলছে কিনা। যেমন ধরেন, আপনি He was a great scientist বাক্যটি অনুবাদ করবেন। এটি গুগল ট্রান্সলেটরে দিলে তিনি একটি মহান বিজ্ঞানী ছিল এরকম আসবে। আসলে কিন্তু হওয়া উচিত ছিল, তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। যাইহোক, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় গুগল ট্রান্সলেটর থেকে সরাসরি ট্রান্সলেট করে কিছু যুক্ত না করাই ভাল। আপনার উইকি সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১১, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন